চাকরি

নবজ্যোতি কলেজ,কলগছিয়া রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital Desk

নবজ্যোতি কলেজ,কলগছিয়া রিক্ৰুটমেন্ট ২০২০

নবজোতি কলেজ,কলগছিয়া অ্যাসিস্টেন্ট প্ৰফেসরের(ইংরেজি,অসমিয়া,ইতিহাস,আরবিক,ফিজিক্স,বোটানি,জুলজি)ও বিভিন্ন বিষয়ে ৮টি পদ পূরণে যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,ইংরেজি

পদের সংখ্যাঃ ০১(ওবিসি/এমওবিসি)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,অসমিয়া

পদের সংখ্যাঃ ০১(এসটি(পি)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,ইতিহাস

পদের সংখ্যাঃ ০১(এসটি(এইচ)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর আরবিক

পদের সংখ্যাঃ ০১(ওবিসি/এমবিসি)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,ফিজিক্স

পদের সংখ্যাঃ ০২(ওবিসি/এমওবিসি)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,বোটানি

পদের সংখ্যাঃ ০১(ওবিসি/এমওবিসি)

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,জুলজি

পদের সংখ্যাঃ ০১(ওবিসি/এমওবিসি)

শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি অফিস মেমোরেন্ডাম নং-৪০৭/২০১৭,১৪৪ তাং ০৮-১১-২০১৮ অনু্যায়ী শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং বাছাই প্ৰক্ৰিয়া হবে।

১. প্ৰার্থীদের প্ৰাসঙ্গিক বিষয়ে মাস্টার ডিগ্ৰি অথবা সম পর্যায়ের পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর থাকা চাই এবং তাদের ইউজিসি/সিএসআইআর পরিচালিত পয়েন্ট নেট/শ্লেট/সেট ইত্যাদি ক্লিয়ার থাকা চাই।

২. ইউজিসির(মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যান্ড প্ৰসিডিউর ফর অ্যাওয়ার্ড পিএইচডি ডিগ্ৰি)রেগুলেশন,২০০৯ অনু্যায়ী যে সব প্ৰার্থীদের পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের ন্যূনতম যোগ্যতার শর্ত নেট/শ্লেট/সেট থেকে ছাড় দেওয়া হবে। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের মার্কের ক্ষেত্ৰেও ৫ শতাংশ ছাড় থাকছে। পিএইচডি ডিগ্ৰি ধারীদের ক্ষেত্ৰেও ৫ শতাংশ নম্বর ছাড় দেওয়া হবে যারা ১৯-০৯-১৯৯১-এর আগে স্নাতকোত্তর ডিগ্ৰি অর্জন করেছেন।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ৩৮ বছরের বেশি যেন না হয়।(এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৫ বছর রেহাই থাকছে এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে বয়সে রেহাইয়ের সীমা ৩ বছর।

পে স্কেলঃ ইউজিসি পে স্কেল এবং নিয়ম অনু্যায়ী অন্যান্য ভাতা। প্ৰার্থীদের স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ(পিআরসি)থাকতে হবে এবং স্থানীয় ভাষাও জানা চাই।

কর্মরত প্ৰার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি সংগ্ৰহ করে প্ৰোপার চ্যানেলে আবেদন করতে হবে।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰাসঙ্গিক নথিপত্ৰ সহ আবেদনের সঙ্গে ২৫০০ টাকার ডিমান্ড ড্ৰাফট(অফেরৎযোগ্য)‘প্ৰিন্সিপাল,নবজ্যোতি কলেজ,কলগছিয়ার অনুকূলে এবং পেয়েবল অ্যাট এসবিআই কলগছিয়া ব্ৰাঞ্চে হতে হবে। সম্পূর্ণ আবেদন এই বিজ্ঞাপন ১৩-০২-২০২০ তারিখে প্ৰকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছনো চাই।

শেষ তারিখঃ ২৭-০২-২০২০

ঠিকানাঃ প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি,নবজ্যোতি কলেজ,কলগছিয়া,পি.ও-কলগছিয়া,ডিস্ট্ৰিক্ট-বরপেটা,অসম,পিন-৭৮১৩১৯

Details: Click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মঙ্গলদৈ কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০