ন্যাশনাল

ভারতে ১৬ কোটি মানুষ মদ খান,এরমধ্যে আসক্ত ৫.৭ কোটিঃ কেন্দ্ৰীয় মন্ত্ৰী গেহলট

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ ১৬ কোটিরও বেশি ভারতীয় মদ খেয়ে থাকেন এবং এর মধ্যে ৫.৭ কোটি লোক মদের প্ৰতি আসক্ত। সামাজিক ন্যায় ও সবলীকরণ দপ্তরের কেন্দ্ৰীয় মন্ত্ৰী থাওর ছান্দ গেহলট বৃহস্পতিবার রাজ্যসভায় একথা জানান। তিনি আরও বলেন,মদের পরে ভাং এবং আফিম জাতীয় নেশা সামগ্ৰীর প্ৰতিও ভারতীয়দের আসক্ত হতে দেখা যায়। কেন্দ্ৰীয় প্ৰতিমন্ত্ৰী পরিসংখ্যান তুলে ধরে বলেন,দেশের ৩.১ কোটি লোক ভাং ব্যবহার করে থাকেন এবং প্ৰায় ৭৭ লক্ষ লোক আসক্ত আফিমের প্ৰতি।

স্কুল ছাত্ৰদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধি পাওয়া সম্পর্কে বিজেপি সাংসদ আর কে সিনহার উত্থাপিত প্ৰশ্ন ঘিরে বিতর্কের জবাব দিতে গিয়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰী এক বিবৃতিতে কথাগুলি বলেন। ন্যাশনাল হাউসহোল্ড সার্ভের ওপর রিপোর্ট সম্পর্কে কেন্দ্ৰীয় মন্ত্ৰী তাঁর বিবৃতিতে বলেন,ভারতে বেশকিছু সংখ্যক মানুষ সাইকোঅ্যাক্টিভ সামগ্ৰী ব্যবহার করে থাকেন। প্ৰাপ্ত বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন শ্ৰেণির মানুষের মধ্যে এধরনের নেশাসক্তি লক্ষ্য করা গেছে। সামাজিক ন্যায় ও সবলীকরণ দপ্তর ২০১৮ সালে ন্যাশনাল হাউস হোল্ড সার্ভেটি চালিয়েছিল। ওই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে,দেশে ১০ থেকে ৭৫ বছর গ্ৰুপের লোকেরা নেশা জাতীয় ওষুধ সেবন করে থাকেন। দেশে এধরনের নেশাসক্ত লোক রয়েছেন প্ৰায় ১.১৮ কোটি। অন্যদিকে প্ৰায় ৭৭ লক্ষ মানুষ রয়েছেন যারা শ্বাসের সঙ্গে ইনহেলেণ্ট ব্যবহার করে থাকেন। ইনহেলেণ্ট ব্যবহারকারীদের অধিকাংশই শিশু ও কিশোর বয়সী।

ন্যাশনাল ড্ৰাগ ডিপেনডেন্স সেন্টার,এইমস,এইমস,অন্যান্য দশটি চিকিৎসা প্ৰতিষ্ঠা এবং ১৫টি এনজিও-র সহযোগিতায় এই সমীক্ষা চালানো হয়েছিল। অন্যদিকে ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ-এর পেশ করা এক আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে যে ভারতীয়দের মধ্যে হুইস্কি সেবনের প্ৰবণতাই বেশি দেখা যায়। সমীক্ষার রিপোর্ট মতে,ভারতীয়রা বছরে প্ৰায় ১.৫ বিলিয়ন লিটার হুইস্কি সেবন করে থাকেন। সারা বিশ্বে যে পরিমাণ হুইস্কি উৎপাদন করা হয় এই হিসেব তার প্ৰায় অর্ধেকটা। এটা একদিকে বাহবা কুড়ানোর বিষয় হলেও অন্যদিকে দুশ্চিন্তার বিষয়ও বৈকি।