এলাহাবাদ হাইকোর্ট ধর্ষণের দায়ে অভিযুক্ত অতুল রয়কে দুদিনের জন্য প্যারোল মঞ্জুর করেছে বৃহস্পতিবার। ধর্ষণের অভি্যোগে অতুল রয় কারাগারে রয়েছেন। গত বছর লোকসভা নির্বাচনে উত্তর প্ৰদেশের ঘোষী কেন্দ্ৰ থেকে নির্বাচন জিতেছিলেন অতুল। নতুন দিল্লিতে সাংসদ হিসেবে অতুল রয় যাতে শপথ নিতে পারেন তার জন্যই হাইকোর্ট তাকে দুদিনের প্যারোল মঞ্জুর করেছে।
এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে,২৯ জানুয়ারি পুলিশ তাকে দিল্লিতে নিয়ে যাবে। চলতি বছরের ৩১ জানুয়ারি শপথ গ্ৰহণের পালা চুকিয়ে গেলে তাকে ফের কারাগারে ফিরিয়ে আনা হবে। আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রমেশ সিনহা। উল্লেখ্য,গত বছর মে মাসে বারণসীর লংকা পুলিশ চৌকিতে অতুল রয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল। এরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।
২০১৯-এর ১৯ মে লোকসভা নির্বাচনে অতুল রয় জয়ী হয়েছিলেন যদিও জামিন না পাওয়ায় তার শপথ নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। উল্লেখ্য যে ওয়ালিয়া জেলার এক যুবতী বারাণসীর লংকা পুলিশ ফাঁড়িতে অতুল রয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছিলেন। ওই ঘটনার পরই অতুল রয় লোকসভা নির্বাচনে ঘোষি কেন্দ্ৰে ভারতীয় জনতা পার্টির সাংসদ হরিনারায়ণ রাজভরকে হারিয়ে জয়ী হয়েছিলেন। অতুল রয় বহুজন সমাজ পার্টির নেতা।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যা নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশে অস্বীকার এসসি-র,কেন্দ্ৰকে ৪ সপ্তাহ সময় বেঁধে দিল
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: KMSS leader Akhil Gogoi produced before Special NIA Court in Guwahati