ন্যাশনাল

কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জি চলে গেলেন

Sentinel Digital Desk

কলকাতাঃ কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন থেকেই রোগে ভুগছিলেন তিনি। দুপুর ১২.৪০ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্ৰে জানা গেছে। গত ১৮ মার্চ থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে ভেন্টিলেটার সাপোর্টে রাখা হয়েছিল-হাসপাতাল সূত্ৰ জানিয়েছে একথা। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে দুসপ্তাহের বেশি সময় ধরে তিনি ভেন্টিলেটার সাপোর্টে ছিলেন। ডাক্তারদের অশেষ চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বুকে সংক্ৰমণ হওয়ায় ব্যানার্জি গত একমাস ধরে রোগের বিরুদ্ধে লড়ছিলেন। হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিলিৎসা করেছিলেন। ভারতীয় ফুটবলের সোনালি যুগের সঙ্গে পিকে ব্যানার্জির নাম সবসময় জড়িয়ে থাকবে। পদ্মশ্ৰী,অর্জুন ইত্যাদি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। ২০১৪ সালে ফিফা তাঁকে সেন্টিনিয়েল অর্ডার অফ মেরিট পুরস্কার দিয়ে সম্মানিত করেছিল। পি কে জমানায় ভারত মর্যাদাসম্পন্ন কিছু টুর্নামেন্টে খেতাব জিতেছিল।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানখর এক টুইটে কিংবদন্তি ফুটবলার তথা অলিম্পিয়ান পি কে ব্যানার্জির মৃত্যুতে গভীর দুঃখ প্ৰকাশ করেছেন। ‘আমি দিন কয়েক আগে হাসপাতালে গিয়ে এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্টকে দেখে এসেছিলাম’। রাজ্যপাল ব্যানার্জির আত্মার চিরশান্তির কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানান। রাজ্যপাল এক শোকবার্তায় বলেন,ঈশ্বর যেন তাঁর পরিবারকে শক্তি ও সাহস দেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Prices of Protective Masks and Hand Sanitizers are Increasing rapidly due to fear of Coronavirus.