ন্যাশনাল

দেশে শান্তি প্ৰতিষ্ঠায় প্ৰধানমন্ত্ৰীর হস্তক্ষেপের আর্জি মমতার

Sentinel Digital Desk

কলকাতাঃ সংশোধিত নাগরিকত্ব আইনের(সিএএ)প্ৰতিবাদে দেশের বিভিন্ন প্ৰান্তে অশান্তির আগুন ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী তথা তৃণমূল সুপ্ৰিমো মমতা ব্যানার্জি ওই আইনের বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে মমতা দেশে শান্তি প্ৰতিষ্ঠার স্বার্থে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন। দেশের শান্তির স্বার্থে নাগরিকত্ব আইনটি প্ৰত্যাহার করে নেওয়ার আবেদন জানিয়েছেন মমতা।

এই আইনকে কেন্দ্ৰ করে দেশের বিভিন্ন রাজ্য প্ৰতিবাদে উত্তাল হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে আইনের বিরুদ্ধে কোমর কষে পথে নেমেছে তৃণমূল কংগ্ৰেস দল। আইনটির বিরুদ্ধে পথে নেমে আন্দোলনে অগ্ৰণী ভূমিকা নিচ্ছেন মমতা। শুক্ৰবার এই আইনের প্ৰতিবাদে দিল্লির জামা মসজিদ চত্বর উত্তাল হয়ে ওঠে বিক্ষোভে। প্ৰতিবাদ আন্দোলন চলছে বেঙ্গালুরুতেও। উত্তরপ্ৰদেশের রাজধানী শহর লখনৌয়েও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ উত্তাল রূপ নেয়। আন্দোলনকারীরা লখনৌয়ে বেশকটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

শুক্ৰবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন,কেন্দ্ৰের বিরুদ্ধে প্ৰতিবাদ ক্ৰমেই শক্তিশালী হচ্ছে। তিনি বলেন,প্ৰধানমন্ত্ৰীর দেশের সাম্প্ৰতিক পরিস্থিতি বিবেচনা করা উচিত। তাই শান্তি প্ৰতিষ্ঠার স্বার্থে প্ৰধানমন্ত্ৰীর এখনই ওই আইন বাতিল করার পদক্ষেপ নেওয়া প্ৰয়োজন-বলেন মমতা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AATASU staged protest against the Citizenship Amendment Act. 2019 in Golaghat