ন্যাশনাল

গণিতশাস্ত্ৰবিদ বশিষ্ঠ নারায়ণ সিং প্ৰয়াত

Sentinel Digital Desk

পাটনাঃ গণিতশাস্ত্ৰবিদ বশিষ্ঠ নারায়ণ সিং পাটনা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে(পিএমসিএইচ)মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭৪ বছর।

১৯৪২ সালের ২ এপ্ৰিল বিহারের ভোজপুর জেলার বসন্তপুর গ্ৰামে তাঁর জন্ম হয়েছিল। তিনি নেতারহাট আবাসিক স্কুলে তাঁর প্ৰাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেছিলেন। কলেজ শিক্ষা গ্ৰহণ করেন পাটনা সায়েন্স কলেজে।

ছাত্ৰ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত প্ৰতিভাবান। বিএসসি-তে অঙ্কে অনার্স নিয়ে দুবছরের পাঠক্ৰম প্ৰথম বছরেই সম্পূর্ণ করতে পরীক্ষায় বসার জন্য পাটনা বিশ্ববিদ্যালয় তাঁকে অনুমতি দিয়েছিল।

সিং সাইকেল ভেক্টর স্পেস থিওরির ওপর পিএইচডি ডিগ্ৰি অর্জন করেছিলেন। ১৯৬৯ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোরনিয়া,বার্কেল থেকে পিএইচডি ডিগ্ৰি অর্জন করে কিছুদিন নাসায় কাজ করেছিলেন। এরপর ভারতে ফিরে এসে ১৯৭১ সালে আইআইটি কানপুরে অধ্যাপনার কাজে যোগ দেন। তাঁর ডক্টরেল উপদেষ্টা ছিলেন জন এল কেলি।

২০১৪ সালে সিংকে মাধেপুরার ভূপেন্দ্ৰ নারায়ণ মণ্ডল বিশ্ববিদ্যালয়ে(বিএনএসইউ)গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ করা হয় ভিজিটিং প্ৰফেসর হিসেবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: India’s First PM Jawaharlal Nehru’s 130th Birth Anniversary observed