Begin typing your search above and press return to search.

উত্তর প্ৰদেশে মা ও দুই মেয়ের শরীরে অ্যাসিড ছিটিয়ে আক্ৰমণ,অভিযুক্ত গ্ৰেপ্তার

উত্তর প্ৰদেশে মা ও দুই মেয়ের শরীরে অ্যাসিড ছিটিয়ে আক্ৰমণ,অভিযুক্ত গ্ৰেপ্তার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Nov 2019 12:37 PM GMT

মহিলাদের ওপর দুর্বৃত্তের আক্ৰমণের ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্ৰতি মা ও দুই মেয়ের শরীরে অ্যাসিড ঢেলে আক্ৰমণ চালায় এক ব্যক্তি। অ্যাসিড আক্ৰমণের শিকার মা ও দুই মেয়ের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এই অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে উত্তর প্ৰদেশে। উত্তর প্ৰদেশের পরগাসপুরের একটি মামুলি কাজিয়া শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর রূপ নেয়। কথা কাটাকাটি,ঝগড়ার পর এক ব্যক্তি মা ও তাঁর দুই মেয়ের ওপর অ্যাসিড ঢেলে হামলা চালায়। এই ঘটনায় লেখপাল নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত লেখপালকে গ্ৰেপ্তার করেছে।

এদিকে অ্যাসিড হামলায় মা ও দুই মেয়ের অবস্থা সংকটজনক হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ইতিমধ্যেই বারাণসীতে পাঠানো হয়েছে। উল্লেখ্য,দিন কয়েক আগে উত্তর প্ৰদেশে এজাতীয় অ্যাসিড আক্ৰমণের আরও একটি ঘটনা প্ৰকাশ্যে এসেছিল। একজন যুবক বিয়ের জন্য গররাজি হওয়ায় এক যুবতী যুবকটির ওপর অ্যাসিড দিয়ে হামলা করেছিল।

পুলিশ সুপারের জানানো মতে,ওই যুবক ও যুবতীর মধ্যে প্ৰেমের সম্পর্ক গড়ে উঠেছিল বছর খানেক থেকে। যুবকটি তার বাড়িতে মেয়েটির কথা বলেছিল। কিন্তু পরিবারের লোকেরা এ বিয়েতে রাজি হননি। এরপর থেকে যুবকটি তার প্ৰেমিকার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। কিন্তু নাছোড়বান্দা ওই যুবতী লাগাতার বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছিলো যুবকটিকে। কিন্তু যুবকটি কিছুতেই বিয়ের পিড়িতে বসতে রাজি না হওয়ায় যুবতীটি সু্যোগ বুঝে যুবকটির উপর অ্যাসিড দিয়ে হামলা চালায়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাষ্ট্ৰপতি কোবিন্দ বিচারপতি এসএ বোবদে-কে দেশের পরবর্তী সিজেআই পদে নিয়োগ করলেন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 3 poachers including two Encroachers apprehended

Next Story
সংবাদ শিরোনাম