ন্যাশনাল

বৃষ্টির জল ধরে রাখতে গ্ৰাম প্ৰধানদের উদ্দেশে ব্যক্তিগত চিঠি মোদির

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ দ্বিতীয় দফায় প্ৰধানমন্ত্ৰীর দায়িত্ব কাঁধে নেওয়ার পর গ্ৰাম,রাজ্য ও জাতীয় পর্যায়ে প্ৰশাসনের কাজকর্ম যে ঠিকঠাকই চলছে তা সুনিশ্চিত করেছেন নরেন্দ্ৰ মোদি। এমনকি প্ৰধানমন্ত্ৰী নির্দিষ্ট কিছু গ্ৰামের গ্ৰাম প্ৰধানদের উদ্দেশে ব্যক্তিগতভাবে চিঠিও লিখেছেন। বর্তমান সময়ে যে বিষয় তাঁকে বেশি ভাবাচ্ছে চিঠিতে তারই বহিঃপ্ৰকাশ ঘটেছে। জল সংকটের মতো গুরুতর ইস্যুর মোকাবিলায় প্ৰধানমন্ত্ৰী এই সময়ে প্ৰধানত বৃষ্টির জল সঞ্চয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। ওই চিঠিগুলিতে প্ৰধানমন্ত্ৰী গ্ৰাম প্ৰধানদের বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন।

দেশের বিভিন্ন প্ৰান্তে এখন বর্ষা নামার অপেক্ষায়। তাই প্ৰধানমন্ত্ৰী চাইছেন জল সংকটের এই মুহূর্তে বৃষ্টির জল ধরে রাখাটা জরুরি। এতে জলের সমস্যা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। বৃষ্টির জল ধরে রাখার ব্যাপারে গ্ৰামবাসীদের মধ্যে তৃণমূল স্তর থেকে সচেতনতা বোধ সুনিশ্চিত করতেই প্ৰধানমন্ত্ৰীর এই প্ৰয়াস।

গ্ৰাম প্ৰধানদের উদ্দেশে লেখা ব্যক্তিগত এই চিঠিগুলির প্ৰত্যেকটি স্বাক্ষর করেছেন স্বয়ং প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। ওই চিঠিগুলি গ্ৰাম প্ৰধানদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্ৰেট ও কালেক্টরদের ওপর। গ্ৰাম প্ৰধানদের উদ্দেশে প্ৰধানমন্ত্ৰীর ব্যক্তিগত চিঠি লেখার উদাহরণ এটাই প্ৰথম,যা বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্দিষ্ট গ্ৰামগুলির আবাসিকরা গ্ৰাম প্ৰধানদের উদ্দেশে প্ৰধানমন্ত্ৰীর লেখা চিঠির বিষয়টি খুবই কৌতূহল ও আগ্ৰহের নজরে দেখছেন। প্ৰধানমন্ত্ৰীর কাছ থেকে গ্ৰাম প্ৰধানরা যে চিঠি পেয়েছেন তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করছেন গ্ৰামবাসীরা। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে যে পুব উত্তর প্ৰদেশের সোনভদ্ৰা এলাকার ৬৩৭ জন গ্ৰাম প্ৰধানকে বৃষ্টির জল সংরক্ষণের অনুরোধ জানানো প্ৰধানমন্ত্ৰীর চিঠিগুলি তাঁরা পেয়েছেন। প্ৰধানমন্ত্ৰীর নির্বাচনী কেন্দ্ৰ বারনসীর কাছেপিঠেই রয়েছে সোনভদ্ৰা।

হিন্দি ভাষায় লেখা ওই চিঠির বয়ানে মোদি লিখেছেন,প্ৰিয় সরপঞ্জজি,নমস্কার,এই পঞ্চায়েতের সবাই আমার ভাই ও বোন,বৃষ্টির মরশুম সমাগত। ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি দুহাত উজাড় করে বৃষ্টির আমাদের আশীর্বাদ হিসেবে দিচ্ছেন। তাই এই আশীর্বাদ অর্থাৎ জল ধরে রাখার জন্য আমাদের সবরকমের ব্যবস্থা গ্ৰহণ করা উচিত।

একপাতা জোড়া চিঠিতে মোদি গ্ৰাম প্ৰধানদের বিশেষভাবে অনুরোধ করেছেন যে তারা যেন অবিলম্বে গ্ৰামবাসীদের নিয়ে গ্ৰাম সভা অথবা ভিলেজ এসেম্বলির বৈঠক করে তাঁর(মোদি)এই বার্তা শোনানোর ব্যবস্থা করেন। কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে তা নিয়েও গ্ৰামবাসীদের মধ্যে আলোচনা করতেও চিঠিতে অনুরোধ করেছেন প্ৰধানমন্ত্ৰী। ‘বৃষ্টির প্ৰতি বিন্দু জল ধরে রাখতে আপনারা ব্যবস্থা নেবেন বলেই আমার বিশ্বাস’।