ন্যাশনাল

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বেঙ্গালুরুতে আটক ইতিহাসবিদ রামচন্দ্ৰ গুহ

Sentinel Digital Desk

বেঙ্গালুরুঃ সংশোধিত নাগরিকত্ব আইনের(সিএএ)বিরুদ্ধে দেশের বিভিন্ন প্ৰান্তে প্ৰতিবাদ চলছে। বেঙ্গালুরুতে এই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ,বিক্ষোভ চলাকালেই পুলিশ ইতিহাসবিদ রামচন্দ্ৰ গুহকে আটক করার খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে পথে নেমে আসেন বেশকিছু বিশিষ্টজন। ইতিহাসবিদ রামচন্দ্ৰ গুহও ওই বিক্ষোভ মিছিলে বিশিষ্টদের সঙ্গে শামিল হন। কেন্দ্ৰীয় সরকারের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে নামেন তিনি। আর ওই সময়ই পুলিশ গুহকে আটক করে। গুহ অবশ্য জানান-মহাত্মা গান্ধীর ছবি হাতে নিয়ে দেশের সংবিধান সম্পর্কে কথা বলার সময়ই তাঁকে আটক করে পুলিশ। আটক করার সময় পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়। দেশে বর্তমানে স্বৈরতন্ত্ৰ চলছে বলে অভিযোগ করেন গুহ।

বেঙ্গালুরু ছাড়াও দিল্লি,পুনে,কলকাতা সহ দেশের বিভিন্ন প্ৰান্তে নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতেও এই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠেন বিশিষ্ট জনেরা। এদিন বুদ্ধিজীবী আইনের বিরোধিতায় মিছিল করে বেঙ্গালুরু টাউন হলের কাছে পৌঁছতেই পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। ওই সময়ই পুলিশ গুহকে আটক করে। তবে পুলিশের বয়ান মতে,ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ ছিল। ১৪৪ ধারা আইন ভাঙার জন্যই ইতিহাসবিদ গুহকে আটক করা হয়েছে। উল্লেখ্য,আইনটি নিয়ে গত কয়েকদিন ধরে দিল্লি,কলকাতায় বিক্ষোভ,মিছিল চলছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্ৰরা কেন্দ্ৰের ওই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। প্ৰতিবাদ দমাতে পুলিশ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰদের ওপর লাঠিচার্জ করারও অভিযোগ রয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU Rally Against CAA 2019 in Kokrajhar