Begin typing your search above and press return to search.

বাঁকুড়ায় গয়নার দোকানে চুরি,এলাকা জুড়ে চাঞ্চল্য

বাঁকুড়ায় গয়নার দোকানে চুরি,এলাকা জুড়ে চাঞ্চল্য

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 Dec 2019 11:13 AM GMT

বাঁকুড়াঃ বাঁকুড়ার রাজগ্ৰামে শুক্ৰবার গভীর রাতে একটি গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাটিতে প্ৰবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে প্ৰকাশ,দোকানদার ওই রাতে সাটার বন্ধ করে বাড়ি চলে যান। গভীর রাতে সাটার ভেঙে চোরের দল দোকানের ভিতর ঢুকে। এরপর দোকানের লকার ভেঙে সমস্ত গয়না ও নগদ টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়ে চোরের দল। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে।

গয়নার দোকানের মালিক কাশীনাথ পাল জানিয়েছেন,রাতে ভালভাবেই দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি চলে যাই। অনেক রাতে ওই পথ ধরে যাওয়া দুজন ভলান্টিয়ারের নজরে আসে বিষয়টি। তারাই আমায় খবর দেন। তিনি বলেন,চোরেরা প্ৰায় দুলক্ষ টাকার গয়না নিয়ে গেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তুলেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পেঁয়াজ,রসুন খাওয়া ছেড়ে দিন,তবেই সমস্যা থেকে পার পাবেনঃ আজম খান

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress launched 7-hr hunger strike to protest against CAB in Tinsukia

Next Story
সংবাদ শিরোনাম