ন্যাশনাল

ভারতীয় সেনার ডগ স্কোয়াডের বিদ্ৰূপ করে সমালোচনার মুখে রাহুল গান্ধী

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ আন্তর্জাতিক যোগ দিবসের দিন শুক্ৰবার ভারতীয় সেনার ডগ স্কোয়াড যোগাভ্যাস প্ৰদর্শন করার বিষয়টি ব্যাপক প্ৰশংসা ও ভালবাসা কুড়োতে সক্ষম হয়। ডগস স্কোয়াডের এই যোগাভ্যাস রীতিমতো সবার নজর কাড়ে কিন্তু কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী এই ইস্যুটির সমালোচনা করে জনগণকে তাতিয়ে দেন। সেনা বাহিনীর ডগ স্কোয়াড নিয়ে যোগাভ্যাস পারফর্ম করার বিষয়টিকে বিদ্ৰূপ করে রাহুল ওই ছবিটিকে ‘নিউ ইন্ডিয়া’ শিরোনাম দিয়ে একটি টুইটার পোস্ট করেছেন।

রাহুল গান্ধীর ওই পোস্টটি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। প্ৰশিক্ষকদের সঙ্গে ভারতীয় সেনার ডগ স্কোয়াডের যোগ পারফরম্যান্সের এত সুন্দর ও তাক লাগানো একটা ছবিকে খাটো নজরে দেখা নিয়ে প্ৰতিক্ৰিয়ার ঝড় ওঠে। আর এমন বিদ্ৰূপাত্মক সমালোচনাটা এসেছে এমন একজন দায়িত্বশীল এবং দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দলের প্ৰধানের তরফ থেকে যা সমভাবেই অপ্ৰত্যাশিত।

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিই এই যোগদিবস পালনের প্ৰচার করেছেন। রাহুল গান্ধী সেনাবাহিনীর ডগ স্কোয়াডের এই ছবি নিয়ে এমন বিদ্ৰূপাত্মক মন্তব্য পোস্ট করে বসেন। আসলে রাহুল গান্ধী সম্ভবত একবারও ভেবে দেখেননি এমন বিদ্ৰুপাত্মক মন্তব্য তাঁকে এক কঠিন পরিস্থিতির মুখে নিয়ে দাঁড় করাতে পারে। বিজেপি নেতা এবং সদস্যরা রাহুলের ওই টুইটের কড়া সমালোচনা করেছেন। বিজেপি সদস্যরা এই মন্তব্য করেছেন যে,তরুণ গান্ধীর নজরে জীবনটা নিছক মস্করা। রাহুল স্বয়ং তাঁর পোষা কুকুরের সঙ্গে ছবি শেয়ার করেছেন এবং এখন তাঁকে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের সমালোচনা করতে দেখা যাচ্ছে-বলেন তাঁরা।

তাঁরা আরও বলেন,নরেন্দ্ৰ মোদির নেতৃত্বে একজন যদি নতুন ভারতের ছবি দেখতে পারেন তাহলে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা নতুন কংগ্ৰেস তো উঠে আসতে পারে।

বিজেপি মুখপাত্ৰ নলিন কোহলি বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বে নতুন ভারত গড়ে উঠতে পারে। রাহুল গান্ধীর টুইট এটাই বোঝাচ্ছে যে তাঁর অধীনে রয়েছে একটা নতুন কংগ্ৰেস। সম্ভবত রাহুলের কাছে জীবনটা একটা চলমান মস্করা। আর সেজন্যই তিনি ছবি পোস্ট করার সু্যোগের অপেক্ষায় থাকেন যা তাঁকে তার প্ৰিয় পিডির(পোষা কুকুর)কথা স্মরণ করিয়ে দেয়।