ন্যাশনাল

সাভারকারের ছবি থাকা নোটবুক স্কুল ছাত্ৰদের মধ্যে বিতরণের জন্য মধ্যপ্ৰদেশে আধ্যক্ষ সাসপেন্ড

Sentinel Digital Desk

মধ্যপ্ৰদেশের কংগ্ৰেস সরকার রাজ্যের রতলাম জেলার মালওয়াসার একটি সরকারি স্কুলের অধ্যক্ষকে সাসপেন্ড করেছে হিন্দুত্ব আদর্শের ধ্বজাধারী বীর সাভারকারের ছবি নোটবুকের প্ৰচ্ছদে ছাপিয়ে সেগুলি বিতরণ করার জন্য।

ডিভিশনাল কমিশনার(উজ্জ্বইনী ডিভিশন)তদন্তের ভিত্তিতে মালওয়াসা সরকারি হাইস্কুলের অধ্যক্ষ আরএন কেরাওয়াটকে মঙ্গলবার সাসপেন্ড করেছেন ওই অভি্যোগের জন্য।

রতলামের জেলা শিক্ষা আধিকারিক কে সি শর্মা একথা জানান। ‘বীর সাভারকার মঞ্চ নামে একটি সংগঠন হাইস্কুলের ছাত্ৰদের মধ্যে বিনামূল্যে নোটবুক বিতরণ করেছিল। ওই নোটবুকগুলোর প্ৰচ্ছদে ছাপানো হয়েছিল বীর সাভারকারের ছবি-বলেন তিনি। নোটবুক বিতরণ করার প্ৰায় দুমাস পরে অর্থাৎ ১৪ জানুয়ারির রাতে অধ্যক্ষ কেরাওয়াটকে সাসপেন্ড করা হয়। জনৈক সরকারি কর্মকর্তা বুধবার একথা জানান।

এব্যাপারে এক অভিযোগ পাওয়ার পর স্কুলের অধ্যক্ষ কেরাওয়াটকে নোটিশ ইস্যু করা হয়।

কেরাওয়াটও ওই নোটিশের জবাব দিয়েছিলেন। ইস্যুটি নিয়ে একটি তদন্ত রিপোর্ট ডিভিশনাল কমিশনারের কাছে দাখিল করা হয়েছিল। এরপরই কমিশনার ওই অধ্যক্ষের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করেন-উল্লেখ করেন শর্মা। ওই সংগঠনটি স্কুলে টানা দুমাসের বেশি সময় স্কুলে ছাত্ৰদের মধ্যে নোটবুকগুলি বিতরণ করেছিল।

এদিকে বিজেপি-র রাষ্ট্ৰীয় উপসভাপতি এবং মধ্যপ্ৰদেশের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী শিবরাজ সিং চৌহান কেরাওয়াটের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্ৰহণের জোর প্ৰতিবাদ জানিয়েছেন।

এক টুইটারে তিনি বলেছেন,অধ্যক্ষ কেরাওয়াটকে সাসপেন্ড করার খবর জানতে পেরে আমি হতাশ হয়েছি। তিনি বলেন,কেরাওয়াট রাষ্ট্ৰপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর স্কুলের একশো শতাংশ ছাত্ৰ উত্তীর্ণ হচ্ছে। ‘এটা ’খুবই দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমি এই সংকীর্ণ রাজনীতির নিন্দা করছি এবং অধ্যক্ষকে তাঁর পদে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি’।

অন্য একটি টুইটে চৌহান বলেন,‘কমলানাথজি’ বীর সাভারকারের প্ৰতি ঘৃণা বশত আপনি চোখ বুজে রয়েছেন। কংগ্ৰেসের চিন্তাভাবনাকে কুক্ষিণত করে আপনি নিজেরই দেশের একজন মহান ব্যক্তিত্বকে এভাবে তিরস্কার করছেন। আপনার একাজে সারা রাজ্যই নিন্দা করছে’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Bhogali Bihu preparation from Guwahati ahead ‘Uruka’ (Night before Magh Bihu)