ক্যা,এনআরসির প্ৰতিবাদে শিলিগুড়িতে মমতার পদযাত্ৰা

ক্যা,এনআরসির প্ৰতিবাদে শিলিগুড়িতে মমতার পদযাত্ৰা

পাকিস্তান সম্পর্কে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির একের পর এক মন্তব্যকে হাতিয়ার করে শুক্ৰবার তাঁর বিরুদ্ধে ফের তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল নেত্ৰী বলেন,দেশের মানুষ যখন চাকরির কথা বলছেন,খাবারের কথা বলছেন তখনই পাকিস্তানের কথা টেনে আনছেন মোদি। ‘পাকিস্তানের সঙ্গে কেন ভারতের তুলনা টানা হচ্ছে’। শুক্ৰবার নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্ৰতিবাদে উত্তরবঙ্গের শিলিগুড়িতে পদযাত্ৰায় অংশ নেবার আগমুহূর্তে প্ৰধানমন্ত্ৰীর বিরুদ্ধে এভাবেই আক্ৰমণ শানান মমতা। শিলিগুড়ির প্ৰধাননগর থেকে পদযাত্ৰার সূচনা করে শেষ হয় বাঘা্যতীন পার্কে গিয়ে। মমতা এদিন গোড়া থেকে কেন্দ্ৰের বিরুদ্ধে অত্যন্ত আক্ৰমণাত্মক মেজাজে ছিলেন। তিনি বলেন,পাকিস্তানের কথা শুনতে আমরা আগ্ৰহী নই। আমাদের দেশের অজস্ৰ সমস্যা রয়েছে। ঐক্যবদ্ধ একটা ভারতই আমাদের কাম্য। প্ৰধানমন্ত্ৰী বিভিন্ন সময়ে যেভাবে পাকিস্তানকে টেনে আনছেন তাতে মনে হচ্ছে তিনি ওই দেশের রাষ্ট্ৰদূতের মতো কথা বলছেন-উল্লেখ করেন তৃণমূল সুপ্ৰিমো।

কলকাতা,পুরুলিয়ার পর এবার ক্যা,এনআরসি-র বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে শিলিগুড়িকে বেছে নেনে তিনি। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে শাসকদলের ফল মোটেই ভালো হয়নি। ওই নির্বাচনে বিজেপি অনেক ভালো ফল করেছিল উত্তরবঙ্গে। তাই হারানো জমিতে ভিত শক্ত করার লক্ষ্যেই এবার শিলিগুড়িকে প্ৰতিবাদ স্থল হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল নেত্ৰী। এদিনের প্ৰতিবাদ সমাবেশে পাহাড়ি এলাকা থেকে অনেক গোর্খা ও লেপচা সম্প্ৰদায়ের মানুষ অংশগ্ৰহণ করেন।

কেন্দ্ৰীয় সরকার নাগরিকত্ব আইনের কথা তুলে মতুয়া সম্প্ৰদায়কে বিভ্ৰান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। মমতা বলেন,মতুয়ারা অনেক আগে থেকেই ভারতের নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলে মতুয়াদের বিভ্ৰান্ত করা হচ্ছে-বলেন মমতা। বলেন,কেন্দ্ৰ মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই ভবিষ্যৎ সুরক্ষিত করতেই আন্দোলনে নামতে হয়েছে। কাউকে যাতে নিজের ঠিকানা খোয়াতে না হয় তার জন্য জোটবদ্ধ হতে হবে সবাইকে-বলেন তিনি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All Tai Ahom Students’ Union staged sit-in protest against CAA 2019 in Jorhat

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com