ন্যাশনাল

ভুয়া খবর ও ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়তে ফেসবুকের পদক্ষেপ

Sentinel Digital Desk

ফেসবুক ব্যাপক সংখ্যক মানুষের কাছে একটা অত্যন্ত জনপ্ৰিয় মাধ্যম। বেশিরভাগ মানুষ ফেসবুক বন্ধু বান্ধবী এবং পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যবহার করেন। কেউ কেউ আবার ব্যবসা বাণিজ্য এবং অফিস,কাছাড়ির ক্ষেত্ৰেও এর ব্যবহার করে থাকেন। এর বিপরীতে কিছু লোক আবার ফেসবুক ভুয়া খবরের জন্য ব্যবহার করে। যার দরুন কিছু সংখ্যক লোকের জীবনে নেমে আসে ঘোর অমানিশা। সাম্প্ৰতিক সময়ে ভুয়া খবর জনপ্ৰিয় কিছু ব্যক্তি,সংগঠনের ক্ষেত্ৰে অপপ্ৰচার করে সমাজে বিরূপ প্ৰভাব ফেলা হচ্ছে। এই ভুয়া খবরগুলো কু অভিপ্ৰায় থাকা কিছু ব্যক্তি বা দল,সংগঠনকে উপকৃত করলেও কিছু লোককে এরজন্য লোকসানের মুখে পড়তে হয়।

ফেসবুক এই ভুয়া খবরগুলির ওপর প্ৰতিবন্ধকতা আরোপের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপগুলো হচ্ছে-

ফেসবুকের ফ্যাক্ট চেকিং রুটিনের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে,সেগুলো হলো-

এই পন্থা ঠিক নয়। এতে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে বিরূপ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি করে।