ন্যাশনাল

কর্নাটকের কলেজে পরীক্ষায় টোকাটুকি রুখতে ছাত্ৰদের মুখে কার্ডবোর্ড বক্স

Sentinel Digital Desk

কর্নাটকের একটি বেসরকারি কলেজে এক অদ্ভুত দৃশ্য দেখা গেলো। কলেজটিতে পরীক্ষা চলার সময় সব ছাত্ৰদের মুখ-মাথা ঢেকে কার্ডবোর্ড বক্স পরিধান করতে বাধ্য করা হয়। ছাত্ৰ-ছাত্ৰীরা যাতে টোকাটুকি করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা। সোশিয়েল মিডিয়ায় এই ঘটনার ছবি ভাইরাল হওয়ার পর কলেজটি এখন নেটিবাচক প্ৰতিক্ৰিয়ার মুখে পড়েছে। হাভেরি জেলার ভগত প্ৰি-ইউনিভার্সিটি কলেজে ঘটেছে এই ঘটনা। কলেজ পরিচালন বিভাগের একজন সদস্য সতীশ হেরুর ছাত্ৰদের কার্ডবোর্ড বক্স পরার ছবিটি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। পরীক্ষা চলাকালীন ছাত্ৰদের কার্ডবোর্ড দিয়ে মাথা ও মুখ ঢাকার ছবিটি বুধবার তোলা হয় এবং ওই দিনই তা পোস্ট করে দেওয়া হয়।

ওই পোস্টে হেরুর বলেছেন,‘আজ আমাদের কলেজে মিডটার্ম পরীক্ষা। এই পরীক্ষা হচ্ছে হাভেরির ভগত পিইউ কলেজ’।

প্ৰাপ্ত রিপোর্ট মতে,গত বছর বার বার সতর্ক করে দেওয়ার পরও অনেক ছাত্ৰ পরীক্ষায় ঢালাও টোকাটুকি করার অভি্যোগ রয়েছে। তাই টোকাটুকি বা নকল বন্ধ করতেই কলেজ পরিচালন কর্তৃপক্ষ এই অদ্ভুত ব্যবস্থা গ্ৰহণ করে। এদিকে ঘটনার খবর চাউর হতেই রাজ্য সরকার কলেজকে একটি নোটিশ ইস্যু করেছে এবং জানতে চেয়ে ছাত্ৰদের কেন কার্ডবোর্ড বক্স পরানো হলো। পাবলিক ইনস্ট্ৰাকশন বিভাগের ডেপুটি ডিরেক্টর এসএস পিরাজে সরকারের এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন।

‘আমরা কলেজ পরিচালন মণ্ডলীকে বলেছি ঘটনা সম্পর্কে লিখিত ব্যাখ্যা দিতে এবং ভবিষ্যতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিভাগ ওই কলেজের লাইসেন্স বাতিল করে দেবে’-বলেন পিরাজে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Head on collision between Maruti 800 & Bolero Truck injured two in Dhekiajuli