বিচারপতি এস এ বোবদেকে পরবর্তী সিজেআই করার সুপারিশ মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর

বিচারপতি এস এ বোবদেকে পরবর্তী সিজেআই করার সুপারিশ মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর

নয়াদিল্লিঃ ভারতের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ সুপ্ৰিম কোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি এস এ বোবদে-কে তাঁর উত্তরসূরি হিসেবে নিয়োগের সুপারিশ করে শুক্ৰবার কেন্দ্ৰের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

সরকারি সূত্ৰ সংবাদ সংস্থাকে জানিয়েছে মুখ্য বিচারপতি গগৈ পরবর্তী মুখ্য বিচারপতি হিসেবে বোবদেকে নিয়োগ করার সুপারিশ করে আইন ও বিচার মন্ত্ৰকের কাছে চিঠিটি দিয়েছেন।

বিচারপতি গগৈ ২০১৮ সালের ৩ অক্টোবর ভারতের ৪৬তম মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। আগামি ১৭ নভেম্বর গগৈ অবসর নিচ্ছেন। বিচারপতি বোবদে আগামি ১৮ নভেম্বর দেশের ৪৭তম মুখ্য বিচারপতি(সিজেআই)হিসেবে শপথ নিতে পারেন।

সিজেআই হিসেবে বোবদের কার্যকাল হবে এক বছর পাঁচ মাস অর্থাৎ ২০২১ সালের ২৩ এপ্ৰিল অবধি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Kati Bihu celebrated in Sivasagar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com