ন্যাশনাল

চলতি সপ্তাহেই রেলের ভাড়া বাড়তে চলেছে

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ চলতি সপ্তাহেই দেশে রেলের ভাড়া বাড়তে পারে। প্ৰধানমন্ত্ৰীর কার্যালয় রেল ভাড়া বৃদ্ধির ব্যাপারে গতমাসেই সবুজ সঙ্কেত দিয়েছিল। বর্তমানে নতুন রেল ভাড়া বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থার খবরে জানা গেছে,প্ৰতি কিলোমিটারে ৫ থেকে ৪০ পয়সা পর্যন্ত রেল ভাড়া বৃদ্ধি পাবে। ভারতীয় রেলে অর্থাভাবের জন্যই পরিস্থিতি সামাল দিতে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। তবে বৃদ্ধির হার খুব বেশি হচ্ছে না। এয়ার লাইন সংস্থাগুলি বিমান ভাড়া কম রাখায় রেলে যাত্ৰী সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। ফলে রেলের রাজস্ব আয়ের পরিমাণও কমেছে। হিসেবে এটা লক্ষ্য করা গেছে যে সময়ে রেলের আয় হয়েছে ৯৯,২২৩ টাকা সেই সময়ে ব্যয়ের পরিমাণ বেড়ে গিয়ে ১ কোটি ১৮ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।

২০১৭-১৮ সালে রেলের যে আয় হয়েছে তা গত দশ বছরে সবচেয়ে কম। ক্যাগের রিপোর্টে একথাই উল্লেখ করা হয়েছে। আসলে রেল যা আয় করছে তার তুলনায় ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে। অডিট রিপোর্টে রেলের কতটা রাজস্ব এসেছে সেটাও প্ৰকাশ্যে এসেছে। ২০১৬-১৭ সালে যেখানে রেলে ৪,৯১৩ টাকা রাজস্ব এসেছিল ১৭-১৮ বর্ষে তা হ্ৰাস পেয়ে ১,৬৬৫ কোটি টাকায় দাঁড়ায়। এদিকে কলকাতা মেট্ৰো ইতিমধ্যেই ভাড়া বাড্ৰিয়েছে যা কার্যকরী হয়েছে এ বছরের ৫ ডিসেম্বর থেকে। মেট্ৰো রেল চলাচলের খরচ বেড়ে যাওয়ার জন্যই এমআরসিএল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। মেট্ৰো কর্তৃপক্ষ জানিয়েছেন,ভাড়া ৫,১০,১৫,২০ ও ২৫ টাকায়ই থাকছে। তবে দূরত্ব বা কিলোমিটার কমেছে। আগে যে টাকায় অনেকটা দূরে যাওয়া যেত এখন সেই টাকায় কম দূরত্বে যাওয়া যাবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Krishak Shramik Unanyan Parishad & 7 other organizations calls for 12-hr Assam Bandh on Dec 27