Begin typing your search above and press return to search.

সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে আজও তৃণমূলের মিছিলে মমতা

সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে আজও তৃণমূলের মিছিলে মমতা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Dec 2019 12:28 PM GMT

কলকাতাঃ মঙ্গলবার আবার সিএএ- ও এনআরসি-র বিরোধিতায় পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী তথা তৃণমূল সুপ্ৰিমো মমতা বন্দোপাধ্যায়। আজ বেলা ১টা নাগাদ স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটা অবধি শুরু হয় মিছিল। বেলেঘাটার গান্ধীভবন পর্যন্ত যাবে এই মিছিল। তৃণমূল ছাত্ৰ পরিষদ আজকের মিছিলে আংশ নিয়েছে। সোমবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে কলকাতায় অভিনন্দন যাত্ৰা বের করেছিল। স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে মিছিল বের করার পরই তৃণমূল সুপ্ৰিমো কোনও নাম উচ্চারণ না করে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে আক্ৰমণ করেন। সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রেখে মমতা বলেন,‘মতুয়ারা প্ৰত্যেকেই ভারতের নাগরিক। তিনি বিজেপি-র ফাঁদে পা না দিতে জনগণকে সতর্ক করে দেন। ব্যানার্জি আরও বলেন,এ রাজ্যে ক্যা,এনআরসি হচ্ছে না। বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। তিনি বলেন,যারা দেশই বিজেপি-র বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। রানি রাসমণি রোডেও মমতা সভা করেছিলেন। বিরোধীরা বলেছে,মমতা রাষ্ট্ৰসংঘকে দিয়ে গণ ভোটের কথা বলেছেন। তবে মমতা অবশ্য জানান তিনি গণভোট নয় গণ সমীক্ষার কথা বলেছেন। মমতা আরও বলেন ধর্মের নামে রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্ৰেস।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যা,এনআরসি নিয়ে মমতা সরকারকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Krishak Shramik Unanyan Parishad & 7 other organizations calls for 12-hr Assam Bandh on Dec 27

Next Story
সংবাদ শিরোনাম