কলকাতাঃ সম্প্ৰতি ম্যাঙ্গালোরে নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে গিয়ে দুজন ব্যক্তি পুলিশের গুলিতে প্ৰাণ হারিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে দীনেশ ত্ৰিবেদীর নেতৃত্বে তৃণমূল কংগ্ৰেসের একটি প্ৰতিনিধিদল শনিবার সকালে ম্যাঙ্গালোরে পৌঁছয়। ক্যা ও এনআরসি-র বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর প্ৰতিবাদ বিক্ষোভে কর্নাটকের ম্যাঙ্গালোর শহরে পুলিশের গুলিতে দুজন ব্যক্তি প্ৰাণ হারান। নিহত দুজন হলেন জালিল কুদ্ৰোলি(৪৯)এবং নওশীন বেনগ্ৰে(২৩)। প্ৰতিবাদে অংশ নেওয়া একজন প্ৰত্যক্ষ দর্শী জানিয়েছেন,এঁদের একজনের বুকে ও অন্যজনের চোখে গুলিবিদ্ধ হয়েছিল।
এদিকে পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে,বিক্ষোভকারীরা পুলিশকে তাক করে পাথর বর্ষণ করেছিল। শুধু তাই নয় উত্তর ম্যাঙ্গালোর থানায় আগুন দেওয়ারও চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা। পুলিশ কমিশনার পিএস হর্শা পুলিশের গুলি চালনার পক্ষেই সাফাই গেয়েছেন। তিনি বলেছেন পুলিশ বৈধভাবেই তাদের শক্তি প্ৰয়োগ করেছে। তবে প্ৰতিবাদে অঙশ নেওয়া প্ৰত্যক্ষদর্শীরা বলেছেন,পুলিশ বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলিবৃষ্টি করেছিল। ম্যাঙ্গালোরে স্থানীয় নিউজ চানেলগুলির প্ৰকাশিত ভিডিওগুলোতে এমনও বলা হয়েছে যে পুলিশ শান্তিপূর্ণ মিছিলকারীদেরও মারধর করেছে এবং সবশেষে গুলি চালিয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ১৪৫ দিন পর কারগিলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mime Artist & Cotton University Student Ebraham Khalil staged protest against CAA in Guwahati