Begin typing your search above and press return to search.

১৪৫ দিন পর কারগিলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা

১৪৫ দিন পর কারগিলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Dec 2019 12:50 PM GMT

কারগিলঃ টানা ১৪৫ দিন পর অবশেষে কারগিলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর গোটা কাশ্মীর উপত্যকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তাই নিরাপত্তাজনিত কারণেই এখানে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে। তবে বর্তমানে উপত্যকার পরিস্থিতি ক্ৰমেই স্বাভাবিক হয়ে আসছে। চলতি বছরের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর রাজ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরই পরিপ্ৰেক্ষিতে রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল সরকার। পরিস্থিতি সামাল দিতে সেনাও মোতায়েন করা হয়েছিল রাজ্যে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,কাশ্মীর উপত্যকায় গত কিছুদিন থেকে কোনওরকম অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায়নি। তাই চার মাস পর সেখানকার ইন্টারনেট সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কারগিল অঞ্চলে ব্ৰডব্যান সেবা অবশ্য চালু ছিল বলে জানা গেছে। কদিন থেকে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক থাকায় সেনাবাহিনীও সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যে ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ফারুক আব্দুলা এবং তাঁর ছেলে ওমর আব্দুল্লা এবং প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মেহবুবা মুফতি সহ অনেক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কাজাখস্তানে ১০০ যাত্ৰী নিয়ে ভেঙে পড়লো বিমান

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Leopard caged at Sashoni Merbeel in Naharkatia

Next Story
সংবাদ শিরোনাম