খেলা

২০২০-র টোকিও অলিম্পিকে জায়গা করে নিলেন ভারতের কুস্তিগীর ভিনেশ ফোগত

Sentinel Digital Desk

ভিনেশ ফোগতই প্ৰথম ভারতীয় যিনি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সারা অ্যান হিলডেব্ৰেনডিথকে পরাস্ত করে টোকিও আলিম্পিকে যাওয়ার ছাড়পত্ৰ আদায় করে নেন ভিনেশ। সারা লড়াই চলাকালে ভিনেশের ডান পা পাকড়াও করার পাঁচপাঁচবার চেষ্টা চালান। কিন্তু ভিনেশের উচ্চতা বেশি হওয়ায় সারা তাঁকে কাবু করতে পারেননি।

কুস্তির লড়াইয়ে ভিনেশ প্ৰতিদ্বন্দ্বী সারাকে কোনও রকমের সু্যোগ না নিয়ে ৮-২ ম্যাচ কব্জা করে নেন। ৫৩ কেজি বিভাগের কঠিন লড়াইয়ে ভিনেশকে দ্বিতীয় রাউন্ডে হার মানতে হয় বর্তমান চ্যাম্পিয়ন মায়ু মুকাইদার হাতে। ভিনেশ তাঁর প্ৰথম রিপেচেজ রাউন্ডে খুব সহজেই ইউক্ৰেনের ইউলিয়া কাভালডিজি ব্লোহিনাকে ৫-০ বিদায়ের টিকিট ধরিয়ে দিতে সক্ষম হন। কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে দর্শনীয় পারফরম্যান্স করে সোনা জিতেছিলেন ভিনেশ। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনবার প্ৰয়াস চালিয়েও চরম লক্ষ্যে পৌঁছতে পারেননি তিনি। এবার তাঁকে ব্ৰোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

‘আমি খুবই খুশি। টোকিও অলিম্পিকে যেতে পারছি এটা ভেবে ভাল লাগছে। তাই লড়াই এখনও বাকি আছে। পদকের প্ৰতি আমার একটা নেশা রয়েছে এবং আমি সেটা কোনও ভাবেই মিস করতে চাই না’-প্ৰশিক্ষণ এলাকায় পায়চারির সময় ভিনেশ বলেন একথা।

ব্ৰোঞ্জ জেতায় নভজোত কাউর এবং ভারতীয় শিবিরের অন্যান্যরা তাঁকে জড়িয়ে ধরলেও কোচ ওলার আকোস ততটা যে খুশি নন সেটা তাঁর হাবভাবেই বুঝিয়ে দিয়েছেন।

মার্কিন প্ৰতিদ্বন্দ্বীর সঙ্গে ভিনেশের এটা প্ৰথম লড়াই নয়। এর আগেও বুলগেরিয়ায় ডান-কোলভ টুর্নামেন্টে ভিনেশ হারিয়েছিলেন সারাকে,৫০ কেজি থেকে ৫৩ কেজি বিভাগে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পরপরই। ৫০ কেজি বিভাগে সীমা বিসলা রিপোচেজ রাউন্ডে রাশিয়ার একাটেরিনা পোলেলচাক-এর কাছে ৩-১১ হেরে যান। ফলে অলিম্পিকে কোয়ালিফাই করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: NF Railway Mazdoor Union Protest in Guwahati