রাজ্যের খবর

১০০টি ভ্ৰাম্যমাণ আমার দোকান চালু হচ্ছে রাজ্যে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ তিন চাকার মাধ্যমে আমার দোকান চালু করার একটি স্কিম হাতে নিয়েছে। আবশ্যক পণ্য সামগ্ৰী অপেক্ষাকৃত সস্তা দামে বিক্ৰি করার লক্ষ্যেই তিন চাকার মাধ্যমে ভ্ৰাম্যমাণ আমার দোকান চালু করার পরিকল্পনা এঁটেছে বিভাগটি। এই স্কিমের অধীনে তিন চাকার মাধ্যমে ১০০টি আমার দোকান রাজ্যের বিভিন্ন প্ৰান্তে যাবে আবশ্যক সামগ্ৰী বিক্ৰির জন্য।

এই স্কিমের জন্য দোকানদারদের বাছাই করা হবে। পেশাগতভাবে যারা এই কাজে জড়াবেন তাদের তিন চাকার যান ক্ৰয়ের জন্য ভরতুকি দেওয়া হবে। বর্তমানে এরাজ্যে প্ৰায় ২০০০টি আমার দোকান রয়েছে তবে সেগুলি ভ্ৰাম্যমাণ নয়। এধরনের আমার দোকানগুলিতেও আবশ্যক পণ সামগ্ৰী বাজারের চেয়ে সস্তায় বিক্ৰি করা হচ্ছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসময়ের ঝড়ে বিপর্যন্ত যোরহাটের জনজীবন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Kokrajhar District Administration bans Mela and Gambling