রাজ্যের খবর

হিন্দু বাঙালিদের নাম এনআরসিতে অন্তর্ভুক্তির দাবি এএবিওয়াইএসএফ-এর

Sentinel Digital Desk

বঙাইগাঁওঃ সারা অসম বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশন(এএবিওয়াইএসএফ)তাদের বিভিন্ন দাবির সমর্থনে মঙ্গলবার বঙাইগাঁওয়ে বিক্ষোভ প্ৰদর্শন করে।বিক্ষোভকারীরা একটা সঠিক ও শুদ্ধ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)দাবি জানায়,যেখানে একজনও প্ৰকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ না পড়ে। সারা অসম বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশনের (এএবিওয়াইএসএফ)সভাপতি সম্ৰাট ভাওয়াল বলেন,এনআরসি থেকে দেশের অধিকাংশ হিন্দু বাঙালি মানুষ বঞ্চিত হয়েছেন। চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)প্ৰায় ১২ লক্ষ হিন্দু বাঙালি মানুষের নাম অন্তর্ভুক্ত হয়নি। তাই আমরা দাবি জানাচ্ছি এই সমস্ত বাঙালি মানুষের নাম যেন নিঃশর্তে এনআরসিতে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও ডিটেনশন ক্যাম্পে যে সমস্ত বাঙালিদের আটকে রাখা হয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তিনি আরও বলেন,যে সকল বাঙালিরা এনআরসিতে নাম তোলার জন্য ভারতীয় রেলওয়ের নথিপত্ৰ জমা দিয়েছেন সেগুলি যেন বৈধ নথি হিসেবে গ্ৰহণ করা হয়। ‘আমাদের দাবি অবিলম্বে পূরণ করা না হলে আগামি দিনে আমরা জোরদার গণতান্ত্ৰিক আন্দোলন গড়ে তুলবো’-বলেন সম্ৰাট ভাওয়াল।

এদিকে সারা হিন্দিভাষী বিকাশ পরিষদ হিন্দিভাষী লোকেদের নাম রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে অন্তর্ভুক্তির দাবিতে মঙ্গলবার ওদালগুড়ি জেলাশাসকের কার্যালয়ের সামনে তিন ঘণ্টা বিক্ষোভ প্ৰদর্শন করে। এনআরসি থেকে হিন্দিভাষী লোকেদের নাম ছেঁটে ফেলায় সংগঠনটি তীব্ৰ অসন্তুষ্টি প্ৰকাশ করেছে।

বিহার ও উত্তর প্ৰদেশের যে সমস্ত মানুষ অসমে স্থায়ীভাবে বসবাস করছেন তারা বিহার ও উত্তরপ্ৰদেশের নথিপত্ৰ জমা দেওয়া সত্ত্বেও এনআরসি কর্তৃপক্ষ সেগুলো খারিজ করে দিয়েছেন-বলেন প্ৰতিবাদকারীরা।

সংগঠনটি স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ,অসমের রাজ্যপাল জগদীশ মুখি,রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলার উদ্দেশে স্মারকপত্ৰ দাখিল করেছেন। শতাধিক হিন্দিভাষী মানুষ এদিন ওদালগুড়ি জেলাশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাঁদের নাম এনআরসিতে অন্তর্ভুক্তির দাবি জানায়। তাঁরা এনআরসিতে নাম অন্তর্ভুক্তির দাবিতে শ্লোগানও দেন।

সারা হিন্দিভাষী বিকাশ পরিষদের ওদালগুড়ি জেলা কমিটি সভাপতি গণেশ ঠাকুরও বিক্ষোভ প্ৰদর্শনকালে উপস্থিত ছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BJP observed ‘Janajagaran Sabha’ in Duliajan | The Sentinel News | Assam News