বাইরের লোকেদের অসমে জমি কেনার অনুমতি দেওয়া উচিত হবে নাঃ এএসএম

বাইরের লোকেদের অসমে জমি কেনার অনুমতি দেওয়া উচিত হবে নাঃ এএসএম

গুয়াহাটিঃ অসমের খিলঞ্জিয়া মানুষের রাজনৈতিক সুরক্ষা,সামাজিক,ভাষিক,নিয়োগ এবং জমি রক্ষা সহ মোট ২৫টি সাংবিধানিক রক্ষাকবচের প্ৰস্তাব রেখে অসম সংগ্ৰামী মঞ্চ(এএসএম)অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যানকে একটি রিপোর্ট দাখিল করেছে। অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে গঠিত উচ্চস্তরীয় এই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্ৰাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা।

শুক্ৰবার এখানে প্ৰচার মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে অসম সংগ্ৰামী মঞ্চের কার্যনির্বাহী সভাপতি অদীপ কুমার ফুকন বলেন,‘আমরা চাই কেন্দ্ৰীয় সরকার অসমের ক্ষেত্ৰে আরবেন ল্যান্ড সিলিং অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট ১৯৭৬ বাতিল করার সিদ্ধান্ত প্ৰত্যাহার করে নিক। এটা করা হলে অসমিয়া মানুষের অস্তিত্ব সংকটের মুখে পড়বে না। উদ্যোগিক সেক্টর ছাড়া বাইরের কাউকে অসমে জমি কেনার অনুমতি দেওয়া উচিত হবে না। একমাত্ৰ অসমিয়া এবং রাজ্যের ও উত্তরপূর্বের অন্যান্য উপজাতিদের রাজ্যে জমি কেনার অনুমতি দেওয়া উচিত’। ফুকন আরও বলেন,অসম চুক্তির ৬নং দফা গত ৩৪ বছর ধরে অসম্পূর্ণ থাকার কারণই অসমিয়াদের অস্তিত্বের প্ৰশ্ন হয়ে উঠেছে।

অসমিয়া ইস্যু নিয়ে অসম সংগ্ৰামী মঞ্চ পরিষ্কার করে বলেছে,‘পূর্বপুরুষ সহ যে সমস্ত মানুষ প্ৰাক স্বাধীনতার যুগ থেকে অসমের বর্তমান ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করছেন এবং যারা অসমিয়া সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে অসমিয়াকে নিজেদের মাতৃভাষা হিসেবে গ্ৰহণ করেছেন তারাই অসমিয়া’।

অসমিয়াদের সামাজিক,ভাষিক এবং জমির রক্ষাকবচের ব্যবস্থা ছাড়াও মঞ্চ যে সমস্ত সুপারিশ ও প্ৰস্তাব রেখেছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অবৈধ প্ৰব্ৰজনকারীদের সমস্যার সমাধান সুনিশ্চিত করতে দ্বিনাগরিকত্ব ব্যবস্থা এবং তাদের নির্বাচনে প্ৰার্থিত্ব প্ৰদানে ১৯৫১ সালকে ভিত্তি বর্ষ হিসেবে ধরা।

ফুকন আরও বলেন,অসম সরকার ও কেন্দ্ৰের অধীনে অসমে থাকা শিল্পোদ্যোগ এবং কোম্পানিগুলো এবং সেণ্ট্ৰাল প্ৰাইভেট কোম্পানি ও সেমি সেণ্ট্ৰাল অর্গানাইজেশনগুলোর গ্ৰেড থ্ৰি এবং গ্ৰেড ফোর পদসমূহে অসমিয়াদের জন্য ১০০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। আইএএস এবং আইপিএস পোস্টে আসমিয়া প্ৰার্থীর জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে বলে ফুকন উল্লেখ করেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch CCTV Video | SP Rajen Singh allegedly assaulted Magistrate in Kokrajhar | The Sentinel News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com