গুয়াহাটিঃ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন অসমের বন্যাপীড়িতদের সাহায্যে ৫১ লক্ষ টাকা দান করেছেন। অসমের বন্যা দুর্গতদের ব্যক্তিগতভাবে আর্থিক সাহা্য্য দেওয়ার পাশাপাশি বলিউড সেলিব্ৰেটিরা বন্যা বিধ্বস্ত উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যের ক্ষতিগ্ৰস্তদের দরাজ হাতে সাহায্য করার জন্য সারা দেশের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
এ শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চন রাজ্যের বন্যাপীড়িত মানুষের উদ্ধার,পুনর্বাসন এবং ঘরবাড়ি মেরামতি বাবদ ব্যবহারের জন্য এই অর্থ কাজে লাগানোর উদ্দেশ্যে মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে ওই টাকা দান করছেন। রজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এক টুইট যোগে বলিউড তারকার এই দানের জন্য তাঁর প্ৰতি কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইটারে মুখ্যমন্ত্ৰী যা লিখেছেন তা হলো ‘অমিতাভ বচ্চন জি,আপনি মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে যে অর্থ দান করেছেন আমরা তার প্ৰশংসা করছি। মানুষের প্ৰতি আপনার এই উদারতা ও দরদ সত্যিই প্ৰশংসনীয়। বন্যার্তদের প্ৰতি আপনার এই সমর্থনের জন্য গোটা অসমবাসীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ ঞ্জানাচ্ছি।
এর আগে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার অসমের বন্যাক্লিস্ট মানুষের সাহায্যে ১ কোটি এবং কাজিরঙার বন্য প্ৰাণীদের স্বার্থে সম পরিমাণ ১ কোটি টাকা দান করেছিলেন।
অন্যদিকে অসমিয়া ছবি জগতের প্ৰখ্যাত অভিনেতা যতীন বরা বন্যা পীড়িতদের সাহা্য্যে ১ লক্ষ টাকা দান করেছেন। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি।
রাজ্যের প্ৰতিশ্ৰুতিবান ক্ৰীড়াবিদ রিয়ান পরাগ দাসও বন্যা দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে ১ লক্ষ টাকা দান করেছেন। অসমে জন্ম নেওয়া প্ৰখ্যাত চলচ্চিত্ৰ নির্মাতা রিমা দাসও বন্যাক্ৰান্তদের সাহায্যে ১ লক্ষ টাকা দান করে মা,মাটি,মানুষের প্ৰতি তাঁর কর্তব্য নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন। আরও এক অসমিয়া তথা জাতীয় ছবির অভিনেত্ৰী সীমা বিশ্বাস বন্যা দুর্গতদের সাহায্যে ৫ লক্ষ টাকা দান করছেন। দেশের স্প্ৰিন্ট কুইন,অসম তনয়া হিমা দাস তাঁর এক মাসের বেতনের অর্ধেকটাই রাজ্যের বন্যা দুর্গত মানুষের সাহায্যে দান করেছেন।
https://twitter.com/sarbanandsonwal/status/1153653751086870531
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ যতীন বরা,রিয়ান পরাগ দাস,রিমা দাস ও অন্যান্য বন্যার্তের সাহায্যে এগিয়ে এলেন