গুয়াহাটিঃ অসমের প্ৰলয়ঙ্করী বন্যায় এবার রীতিমতো দিশাহারা হয়ে পড়েন রাজ্যবাসী। যেদিকেই তাকানো গেছে শুধু জল আর জল। অনাহার,অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে রাজ্যের বন্যাক্লিষ্ট মানুষদের। দুর্যোগের এই মুহূর্তে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলেন বলিউড তারকা জন আব্ৰাহাম। যার যেমন সামর্থ সেভাবেই বন্যাপীড়িতদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি। এক টুইটার যোগে ওই আহ্বান জানান আব্ৰাহাম।
বলিউড অভিনেত্ৰী প্ৰিয়ঙ্কা চোপড়াও এর আগে এক টুইট যোগে অসমের বন্যাপীড়িতদের সাহা্য্য করার আহ্বান জানিয়েছিলেন। বলিউড তারকা অক্ষয় কুমার মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে ১ কোটি এবং কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের প্ৰাণীকূলের উদ্ধারে আর ১ কোটি অর্থাৎ মোট ২ কোটি টাকা দান করেছেন। টুইটার যোগে অক্ষয় কুমার বলেছেন,অসমের বন্যা পরিস্থিতি খুবই দুঃখজনক। সংকটের এই লগ্নে ক্ষতিগ্ৰস্ত মানুষ এবং জীবজন্তুর প্ৰতি সমর্থনের হাত বাড়ানো একান্ত প্ৰয়োজন। ‘আমি বন্যার্তদের সাহা্য্যে ১ কোটি এবং কাজিরঙার বন্য প্ৰাণীদের উদ্ধারে আরও ১ কোটি টাকা দান করছি’। একই সঙ্গে অক্ষয় কুমার অন্যান্যদেরও দবাজ হাতে সাহা্য্য করার আবেদন জানিয়েছেন।
রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বলিউড তারকা প্ৰিয়ঙ্কা চোপড়া অসমের বন্যাপীড়িতদের জন্য প্ৰার্থনা করার আহ্বান জানিয়েছেন। ক্ৰিকেটার বীরাট কোহলি,বীরেন্দ্ৰ শেহবাগ,সুরেশ রাইনাও বন্যাক্ৰান্তদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
ওদিকে ভারতের স্প্ৰিণ্টার কুইন ধিং এক্সপ্ৰেস নামে পরিচিত অসম কন্যা হিমা দাসও রাজ্যের বন্যা পরিস্থিতিতে তাঁর প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করেছেন। তিনি বন্যাক্ৰান্তদের জন্য জনগণের সহযোগিতা চেয়েছেন। টুইটার যোগে হিমা বলেছেন,বন্যা অসমের অবস্থাকে শোচনীয় পর্যায়ে ঠেলে দিয়েছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩০টিতেই বন্যা থাবা বসিয়েছে। তাই জনগণের সহযোগিতা এই মুহূর্তে খুবই জরুরি বলে মনে করেন হিমা। বন্যার্তদের সাহা্য্যে হিমা তার একমাসের বেতনের অর্ধেক টাকা দান করার কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য অয়েল ইন্ডিয়ার আধিকারিক পদে রয়েছেন হিমা। বর্তমানে বিদেশে বিভিন্ন প্ৰতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। গত ১৫ দিনের মধ্যে হিমা ২০০ মিটার দৌড়ে চতুর্থ সোনা জিতেছেন। চেক প্ৰজাতন্ত্ৰের টেবর গ্ৰ্যাঁ প্ৰিতে চতুর্থ সোনা জয়ে সক্ষম হন হিমা ২৩.২৫ সেকেন্ডে দৌড় শেষ করে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বন্যাদুর্গত প্ৰত্যেক পরিবার বস্ত্ৰ ও বাসন কিনতে ৩৮০০ টাকা করে সাহায্য পাবেনঃ হিমন্ত