রাজ্যের খবর

রাজ্যের উন্নয়নে ছাত্ৰছাত্ৰীদের অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্ৰীর

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার মাজুলি জেলায় মেধাবী ছাত্ৰছাত্ৰীদের সংবর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেন। চলতি বছরে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার যে সব ছাত্ৰছাত্ৰী ৭৫ শতাংশ অথবা তার বেশি নম্বর পেয়েছে তাদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সর্বমোট ২২৬ জন মেধাবী ছাত্ৰছাত্ৰীকে সংবর্ধনা দেওয়া হয়। জেলার কমলাবাড়ি রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনা সভার।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ছাত্ৰছাত্ৰীদের জ্ঞান আহরণ করে রাজ্যের উন্নয়ন প্ৰক্ৰিয়ায় অবদান রাখতে আহ্বান জানান। ইতিবাচক মনোভাব নিয়ে ছাত্ৰছাত্ৰীদের সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী। সততা,সংহতি ও কঠোর পরিশ্ৰমের মাধ্যমে জীবনে সফল হওয়ার জন্য ছাত্ৰছাত্ৰীদের পরামর্শ দেন তিনি।

মাজুলির শিল্প,সংস্কৃতি ও সম্ভাবনাময় দিকগুলির প্ৰতি গুরুত্ব আরোপ করে সোনোয়াল এখানকার সামাজিক ঐতিহ্য ও পরম্পরার বার্তা বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হতে ছাত্ৰদের প্ৰতি আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী।

বিজ্ঞান ও প্ৰযুক্তি ক্ষেত্ৰে বিশ্ব জুড়ে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী বলেন,নতুন প্ৰজন্মকে বিজ্ঞানের সদব্যবহারে ব্ৰতী হতে হবে,যাতে বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিজেদের দক্ষতাকে তুলে ধরতে পারে। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্যও। জীবনে সফল হওয়ার জন্য ছাত্ৰ সমাজকে কঠোর পরিশ্ৰম ও আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান ভট্টাচার্য। মুখ্যমন্ত্ৰীর প্ৰচার উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী,বিধায়ক বিমল বরা,জেলাশাসক দেবপ্ৰসাদ মিশ্ৰ,মাজুলি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ডম্বরুধর নাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে মুখ্যমন্ত্ৰী অনুসূচিত জাতি সমারোহ এবং সতী রাধিকা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল মাজুলি জেলা ছাত্ৰসংস্থা। দারিয়াপারে মাজুলি কলেজের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী বলেন রাজ্যে তফশিলি জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি কল্যাণমূলক পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে। সতী রাধিকার আদর্শ সমাজের বুকে জিইয়ে রাখতে মাজুলিতে তাঁর নামে একটি পার্ক নির্মাণ করবে রাজ্য সরকার।