রাজ্যের খবর

প্ৰকাশিত হলো পূর্ণাঙ্গ এনআরসি-র তালিকা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির জন্য সব আবেদনকারীর নাম সন্নিবিষ্ট করে চূড়ান্ত এনআরসি-র তালিকা শনিবার অনলআইনে প্ৰকাশ করা হয়েছে। এনআরসি-র রাজ্য সমন্বয়কের কার্যালয় থেকে একথা জানানো হয়। উল্লেখ্য,এনআরসির খসড়া অনু্যায়ী ৩.৩০ কোটি আবেদনকারী অন্তর্ভুক্তির পরিপূরক তালিকা এবং চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া সবার নাম প্ৰকাশ করা হয়েছে। জানান এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা। অসমের সমস্ত ব্যক্তি যারা রাজ্য থেকে অবৈধ প্ৰব্ৰজনকারীদের খুঁজে পেতে এনআরসই প্ৰক্ৰিয়ার অংশ হয়েছেন তারা এখন এনআরসির অফিশিয়াল ওয়েবসাইটে তাদের স্টেটাস চেক করতে পারবেন।

চূড়ান্ত এনআরসি-র তালিকা দেখার পদক্ষেপগুলি হলোঃ

১. ওয়েবসাইট www.nrcassam.nic.in-এ লগ অন করুন

২. লুক ফর দ্য লিংক যাতে বলা হয়েছে“পরিপূরক অন্তর্ভুক্তি/কর্তন তালিকা(চূড়ান্ত এনআরসি)স্টেটাস’

৩. আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর(এআরএন)নম্বর টাইপ করুন চূড়ান্ত এনআরসিতে আপনার নাম সংযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য।

শনিবার যে তালিকা প্ৰকাশিত হয়েছে তাতে অসমের নাগরিক হিসেবে গৃহীত,বাদপড়া এবং যাদের নাম আবেদনের জন্য পেন্ডিং রয়েছে। অসমে নবায়িত এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য মোট ৩,৩০,২৭,৬৬১ জন ব্যক্তি আবেদন করেছিলেন। চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়ে ১৯ লক্ষেরও বেশি লোকের নাম,যা প্ৰকাশিত হয়েছিল এবছর ৩১ আগস্টে। চূড়ান্ত তালিকায় ঠাঁই পায় ৩.১১ কোটি মানুষের নাম।

কেন্দ্ৰীয় সরকারের নির্দেশিকা অনু্যায়ী,নাম ছুটরা এখন ৪০০টি বিদেশি ট্ৰাইবুনালের একটির দ্বারস্থ হয়ে তাদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন চূড়ান্ত তালিকা প্ৰকাশের ১২০ দিনের মধ্যে। নাম ছুটদের আবেদনের শুনানির জন্য সরকার ট্ৰাইবুনাল গঠন করেছে। ফরেনার্স ট্ৰাইবুনাল নামছুটদের সার্টিফিকেট ইস্যু করবে এবং চূড়ান্ত এনআরসি থেকে কেন তাদের নাম ছাঁটা হয়েছে তা ব্যাখ্যা দেবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Jatin Bora promotes his upcoming film 'Ratnakar' at BRM Govt Law College in Guwahati