রাজ্যের খবর

ভারত সরকার অসমে প্ৰায় ২০ লক্ষ লোকের জন্য ডিটেনশন ক্যাম্প গড়ছে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সংশোধিত নাগরিকত্ব আইনের(সিএএ)বিরুদ্ধে যখন অসম জুড়ে প্ৰতিবাদের ঝড় উঠেছে সে সময় এক রিপোর্টে বলা হয়েছে রাজ্যের প্ৰায় ২০ লক্ষ মানুষ নাগরিকত্ব হারাতে পারেন। আর এরজন্যই ভারত সরকার গণ ডিটেনশন ক্যাম্প নির্মাণ করছে। প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনু্যায়ী,চলতি বছরের আগস্টে অসমে প্ৰকাশিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে ১.৯ লক্ষ লোকের নাম বাদ পড়ে। এখানে উল্লেখ করা যেতে পারে যে নাগরিক পঞ্জির তালিকা থেকে যারা বাদ পড়েছে তারা নাগরিকত্ব প্ৰমাণের জন্য আবেদন জানাতে পারবেন।

এদিকে রাষ্ট্ৰসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক অধিকার গোষ্ঠী উদ্বেগ প্ৰকাশ করে বলেছে এতে বহু লোকই দেশ ছাড়া হবে। নাগরিকত্বের এই তালিকা অসমে অবৈধ অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করার একটা অংশ। ভারত সরকার দাবি করেছে,মুসলিম অধ্যুষিত পড়শি বাংলাদেশ থেকেই প্ৰব্ৰজনকারীরা এখানে এসেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যারা আবেদন করবে তাদের নাম রেজিস্টারে নথিভুক্ত করা হবে এবং জন্মের প্ৰমাণপত্ৰ ও অন্যান্য নথিপত্ৰ দাখিল করতে হবে তাদের। সরকারি সূত্ৰে বলা হয়েছে,যাদের নাম এনআরসি থেকে বাদ গেছে তারা স্থানীয় ফরেনার্স ট্ৰাইবুনালে ১২০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। যদি সেখানে তাদের মামলার নিষ্পত্তি না হয় তাহলে তারা হাইকোর্ট ও অবশেষে সুপ্ৰিমকোর্টের আবেদনের সু্যোগ পাবেন।

সব পর্যায়ে আবেদন ব্যর্থ হলে তাদের পরিণতি কি হবে সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। গোয়ালপাড়ায় নির্মীয়মাণ ডিটেনশন ক্যাম্পটি পরিকল্পিত ১০টি ডিটেনশন ক্যাম্পের মধ্যে একটি। সাতটি ফুটবল মাঠের সম পরিমাণ জমিতে নির্মাণ হচ্ছে এই ক্যাম্পটি। এতে ৩ হাজার মানুষকে রাখার ব্যবস্থা করা হবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: RD Junior College Students Stage Massive Protest against CAB