রাজ্যের খবর

আগরতলা-আইজল-গুয়াহাটি রুটে দৈনিক বিমান উড়ান শুরু করল ইন্ডিগো

Sentinel Digital Desk

আগরতলাঃ উড়ান প্ৰকল্পের অধীনে এয়ারলাইন ইন্ডিগো শনিবার আগরতলা-আইজল-গুয়াহাটি রুটে দৈনিক সরাসরি বিমান উড়ান চালু করেছে। এই বিমান উড়ানের ফলে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সফরে যাত্ৰী সাধারণের সুবিধা হয়েছে। উড়ান প্ৰকল্পের অধীনে এয়ার ইন্ডিয়া,ইন্ডিগো,এয়ার এশিয়া,গো এয়ার এবং অন্যান্য এয়ারলাইনগুলো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং দেশের অন্যান্য প্ৰধান শহরগুলির মধ্যে তাদের বিমান চালাচ্ছে।

আইজলে মিজোরামের মুখ্যমন্ত্ৰী জোরামথাঙ্গা ৭৮ আসনের আগরতলা গামী ইন্ডিগো বিমানটির ফ্ল্যাগ অফ করেন। এয়ারলাইন সূত্ৰ বলেছে,অদূর ভবিষ্যতে ইন্ডিগো আইজল-দিল্লি রুটে এয়ারবাস-৩২০ চালু করবে।

বর্তমানে,এয়ার ইন্ডিয়া এবং গো এয়ার আইজলের লেংপুই বিমানবন্দর থেকে কলকাতা ও গুয়াহাটির মধ্যে সংযোগ রক্ষায় তাদের বিমান চালাচ্ছে।

আগরতলায় ত্ৰিপুরার পরিবহণ ও পর্যটনমন্ত্ৰী প্ৰাণজিৎ সিং রায় এয়ারপোর্ট আথরিটি অফ ইন্ডিয়ার(এএআই)আঞ্চলিক কার্যনির্বাহী সঞ্চালক(এনইআর)সঞ্জীব জিন্দাল এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে ইন্ডিগো বিমানটির ফ্ল্যাগ অফ করেন।

সিং রায় বলেন,এই নতুন বিমানটি সহ বিভিন্ন এয়ার লাইসেন্সের মোট ১৯টি বিমান রোজ আগরতলার মহারাজা বীরবিক্ৰম এয়ারপোর্টের সঙ্গে কলকাতা,দিল্লি,গুয়াহাটি,আইজন ও দেশের অন্যান্য শহরের সঙ্গে সংযোগ রক্ষা করছে।

জিন্দাল বলেন,আগরতলা-শিলঙের মধ্যে বিমান উড়ানেরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন,এর আগে সরকারের ঘোষিত উড়ান প্ৰকল্পের অধীনেই বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Singer Zubeen Garg is stable with no serious symptoms: Nemcare Hospital Management