রাজ্যের খবর

মাহমরার যোগেন মোহন ও তিনসুকিয়ার সঞ্জয় কিষান অসম মন্ত্ৰিসভায় অন্তর্ভুক্ত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ তিনসুকিয়ার বিধায়ক সঞ্জয় কিষান এবং মাহমরার বিধায়ক যোগেন মোহন শনিবার গুয়াহাটির রাজভবনে আয়োজিত এক আনুষ্ঠানে রাজ্যের নতুন মন্ত্ৰী হিসেবে শপথ নিয়েছেন।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থ ও স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,সংসদ বিষয়ক মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি,সংস্কৃতি দপ্তরের মন্ত্ৰী নব কুমার দোলে,বিজেপি সভাপতি রঞ্জিৎ দাস এবং সাংসদ কুইন ওজা,কামাখ্যা প্ৰসাদ তাসা ও অন্যান্যরা শপথ গ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিষান চা উপজাতি সম্প্ৰদায়ের এবং মোহন আহোম সম্প্ৰদায়ের। তপন কুমার গগৈ ও পল্লব লোচন দাস গত বছর লোকসভায় নির্বাচিত হওয়ায় মন্ত্ৰিসভার এই দুটি আসন খালি হয়ে পড়েছিল। তাই এই আসন দুটো পূরণ করতেই আজ কিষান ও মোহনকে মন্ত্ৰিসভায় অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমানে রাজ্য মন্ত্ৰিসভার সদস্য সংখ্যা ১৮ জনে দাঁড়ালো। এর মধ্যে ১২ জন বিজেপির এবং অসম গণ পরিষদ(অগপ)ও বোড়ো পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)৩ জন করে মন্ত্ৰী রয়েছেন।

রাজ্য মন্ত্ৰিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় যোগেন মোহন ও সঞ্জয় কিষানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। ‘আমরা টিম অসম এর স্পিরিট নিয়ে একসঙ্গে মিলে মিশে কাজ করবো এবং রাজ্যকে উন্নয়ন ও অগ্ৰগতির পথে এগিয়ে নেবো’-এক টুইটে সোনোয়াল বলেছেন একথা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Anti-CAA Sit-in Protest observed during Silpi Divas at Nehru Park in Guwahati