রাজ্যের খবর

গোয়ালপাড়ায় বুনো হাতির আক্ৰমণে নিহত এক ব্যক্তি,অক্ষত নাতনি

Sentinel Digital Desk

গোয়ালপাড়াঃ গোয়ালপাড়া জেলায় হাতি-মানুষের সংঘাত এক দুঃখজনক মোড় নিয়েছে। মঙ্গলবার সকালে এই জেলায় বুনো হাতি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিককে পা দিয়ে পিষে মারে। নিহত ব্যক্তির নাম টিকেন চন্দ্ৰ নাথ। মাটিয়া রাজস্ব সার্কলের মনাকোসা বাকাইটারি গ্ৰামের বাসিন্দা নাথ। মঙ্গলবার সকালে তাঁর ১৫ মাস বয়সের নাতনিকে নিয়ে প্ৰাতঃভ্ৰমণে বেরিয়েছিলেন তিনি। ওই সময় বুনো হাতিটি পিছন থেকে এসে নাথকে আক্ৰমণ করে। হাতির ধাক্কায় পথের ওপর পড়ে যান নাথ। নাতনিটি তার হাত থেকে ছিটকে যায়।

এরপরই ক্ৰুদ্ধ হাতিটি নাথকে পা দিয়ে পিষে হত্যা করে। নাথকে মেরে হাতিটি চলে যায়। শিশুটির কোনও ক্ষতি করেনি হাতিটি। হাতির আক্ৰমণ থেকে অক্ষত বেঁচে যায় নাতনিটি। কিছু প্ৰত্যক্ষদর্শী এই দৃশ্য দেখতে পেয়ে হইচই জুড়ে দেন। বুনো হাতিটি নিমেষের মধ্যে ঘটনা স্থল থেকে চলে যায় এবং নিকটবর্তী পশ্চিম মাটিয়ার জঙ্গলে গিয়ে আশ্ৰয় নেয়।

‘আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। আশেপাশের লোকেদের ভয়ার্ত চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। আমি ছুটে গিয়ে দেখি পথের পাশে আমরা বাবা মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন’-একথা জানান টেট শিক্ষক এবং নিহত টিকেন নাথের পুত্ৰ প্ৰণব নাথ।

এদিকে ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ অকুস্থলে ছুটে আসে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বন বিভাগের কর্মীরাও একটু দেরি করে ঘটনাস্থলে এসে পৌঁছন। গত কয়েক বছরে বৃহত্তর মাটিয়া এলাকা ও এর আশেপাশে বুনো হাতির আক্ৰমণে এটি ষষ্ঠ মৃত্যুর ঘটনা।

তিন মাস আগে মাটিয়ার শান্তিপুরে বুনো হাতির হামলায় একজন মহিলা প্ৰাণ হারিয়েছিলেন। স্থানীয় এক যুবক কন্দর্প নাথ একথা জানান। স্থানীয় মানুষ দীর্ঘ দিন ধরে চলা এই সমস্যার স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানের জন্য সরকারের দাবি জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: One Person Killed in a Road Accident on the NH-38 in Digboi.