প্ৰাক্তন আমলা এমজিভিকে ভানু কংগ্ৰেসে ইস্তফা দিলেন

প্ৰাক্তন আমলা এমজিভিকে ভানু কংগ্ৰেসে ইস্তফা দিলেন

গুয়াহাটিঃ প্ৰাক্তন আইএএস আধিকারিক এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে তেজপুর কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী এমজিভিকে ভানু মঙ্গলবার কংগ্ৰেস দলে ইস্তফা দিয়েছেন। গত ফেব্ৰুয়ারি মাসে ভানু কংগ্ৰেসে যোগ দিয়েছিলেন।

লোকসভা নির্বাচনে ভানু তেজপুর কেন্দ্ৰে ভারতীয় জনতা পার্টির(বিজেপি)প্ৰার্থী পল্লব লোচন দাসের কাছে হেরেছিলেন। ২০১৮ সালের ৩১ জুলাই অসম সরকারের শ্ৰম এবং কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্যসচিবের পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি। ভানু ছিলেন ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার। তাঁর মূল বাড়ি অন্ধ্ৰপ্ৰদেশে। টি বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৪ সালে ডেপুটেশনের সময় অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী ওয়াইএসআর রেড্ডির একজন প্ৰাক্তন সচিবের দায়িত্বও সামলেছেন ভানু।

রিপোর্ট অনু্যায়ী,ভানু উল্লেখ করেছেন ‘কংগ্ৰেস দলের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই। ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি’।

পোস্টিঙে থাকাকালে তেজপুরে বেশকিছু উন্নয়নমূলক কাজ সম্পাদন করেছেন ভানু। গত লোকসভা নির্বাচনে তাঁকে জালুকবাড়ি বিধানসভা কেন্দ্ৰের নির্বাচনী ইনচার্জ হিসেবে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য,জালুকবাড়ি বিধানসভা কেন্দ্ৰের প্ৰতিনিধিত্ব করছেন রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। সদ্য সমাপ্ত উপনির্বাচনেও ভানুকে কংগ্ৰেসের প্ৰচার অভিযানে অংশ নিতে দেখা যায়নি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: River Dhansiri is flowing above the danger mark

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com