রাজ্যের খবর

করোনা ভাইরাসের মোকাবিলায় পদক্ষেপ এনএফ রেলের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বিশ্বজুড়ে মারণ জীবাণু কোভিড-১৯(করোনা ভাইরাস)-এর প্ৰাদুর্ভাবের পরিপ্ৰেক্ষিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে(এনএফআর)ট্ৰেনে সফরকারী যাত্ৰী সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এক বিশেষ পদক্ষেপ নিয়েছে। এব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া ছাড়াও এনএফআর বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর এবং নির্দিষ্ট হাসপাতালগুলিতে চিকিৎসকেরও ব্যবস্থা করেছে। ডেজিগনেটেড হাসপাতালগুলি হচ্ছে সেন্ট্ৰাল হসপিটাল মালিগাঁও,নিউ বঙাইগাঁও হাসপাতাল,আলিপুরদুয়ার হাসপাতাল,নিউ জলপাইগুড়ি হাসপাতাল,লামডিং হসপিটাল,কাটিহার হসপিটাল,ডিব্ৰুগড় হসপিটাল এবং নিউ তিনসুকিয়া হসপিটাল। এখানে উল্লেখ করা যেতে পারে যে এনএফআর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুয়াহাটি,নিউ জলপাইগুড়ির মতো প্ৰধান স্টেশনগুলিতে চিকিৎসক দল মোতায়েন করেছে।

এনএফ রেলওয়ে বিভিন্ন হাসপাতালে পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করেছে এবং সেগুলিতে ১০০১ টি বিছানারও ব্যবস্থা করা হয়েছে। প্ৰচার মাধ্যমের সঙ্গে কথা বলার সময় গুয়াহাটি রেল স্টেশনে মোতায়েন করা মেডিক্যাল টিমের একজন সদস্য বলেন,রেলওয়ে এবং ন্যাশনাল রুরাল হেলথ মিশনের(এনআরএইচএম)একটি দল করোনা ভাইরাস প্ৰতিরোধে কীভাবে সতর্কতা অবলম্বন করতে হবে সে ব্যাপারে যাত্ৰী সাধারণের কাছে বিস্তারিত ব্যাখ্যা করছেন। সফরের সময় যাত্ৰী এবং অন্যান্যরা যাতে নিরাপদে থাকতে পারেন তার জন্যই এনএফ রেলওয়ে এই পদক্ষেপ নিয়েছে। চিকিৎসক দলটি জানিয়েছেন,করোনা ভাইরাসের লক্ষণ থাকা যাত্ৰীদের মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা মালিগাঁও হাসপাতালে স্থানান্তর করার জন্য নির্দেশ পেয়েছেন তারা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Doul Govinda Temple agog as Holi begins