রাজ্যের খবর

এনআরসির বিরোধিতা সুপ্ৰিমকোর্টকে অবমাননার তুল্যঃ আব্দুল খালেক

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ৩১ আগস্ট চূড়ান্ত নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পর থেকে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতারা মিশ্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন। এব্যাপারে বরপেটার কংগ্ৰেস সাংসদ আব্দুল খালেক বলেন,যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে এনআরসির সমালোচনায় সরব হয়েছেন,তারা প্ৰকৃতপক্ষে সুপ্ৰিম কোর্টকেই অবমাননা করেছেন। শুক্ৰবার গুয়াহাটি প্ৰেসক্লাবে সাংবাদিকদের সামনে খালেক বলেন,‘সুপ্ৰিম কোর্ট একজন ব্যক্তিকে চিহ্নিত করার পর সেই একই ব্যক্তির পরিচয় ভেরিফাই করার নামে হয়রান করা কোনওভাবেই যুক্তিপূর্ণ নয়’।

এটাও সত্য যে অনেক প্ৰকৃত ভারতীয়র নাম চূড়ান্ত এনআরসি থেকে বাদ গেছে। একই সঙ্গে আমাদের এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দীর্ঘ বছর প্ৰতীক্ষার পর একটা প্ৰধান ইস্যুর সমাধানে আমরা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছেছি। তবে এটা শুধু শুরুয়াত। সেই হেতু কিছু সমস্যা চাড়া দিতেই পারে। ‘আমার মনে হয় চূড়ান্ত এনআরসি একটা ঐতিহাসিক দলিল যা আমরা পেয়েছি এটা বিজ্ঞানসম্মত দলিল। কাট অফ ইয়ার নিয়ে কারো যদি সমস্যা থাকে তাহলে তাদের আগেই সুপ্ৰিম কোর্টে আবেদন জানানো উচিত ছিল’। বর্তমানে এধরনের প্ৰস্তাব উত্থাপন ও নতুন করে এনআরসির দাবি জানানোটা ভিত্তিহীন’।

তিনি আরও বলেন,আসু তাদের পূর্বের অবস্থানেই অনড় থাকা উচিত। অন্যের উস্কানিতে প্ৰরোচিত হবার প্ৰয়োজন নেই তাদের-বলেন খালেক।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Biswanath Police cracks murder case within 24 hours, Accused Arrested | The Sentinel News