রাজ্যের খবর

শিবসাগরে প্লাস্টিক ব্যাংক চালু করলেন জেলাশাসক

Sentinel Digital Desk

শিবসাগরঃ পরিবেশ বান্ধব জীবন ধারায় জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে শিবসাগর জেলা প্ৰশাসন শুক্ৰবার একটি প্লাস্টিক ব্যাংক চালু করেছে। শিবসাগরের জেলাশাসক ড.এমএস লক্ষ্মী প্ৰিয়া শিবসাগর শহরের সেন্ট্ৰাল মার্কেটে প্লাস্টিক ব্যাংকটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবসাগর পুরসভার এগজিকিউটিভ অফিসার ঋতুরাজ বরদলৈ,শিবসাগর পুরসভার চেয়ারপারসন মৃদুস্মিতা সিনহা,ওয়ার্ড কমিশনারস এবং বিশিষ্ট ও সাধারণ নাগরিকরা। শিবসাগর পুরসভা এদিন মোট ১৫টি প্লাস্টিক ব্যাংক বসিয়েছে। নাগরিকরা ওখানে গিয়ে প্লাস্টিক সামগ্ৰী অনায়াসে জমা দিতে পারবেন।

প্লাস্টিক ব্যাংক উদ্বোধন করে জেলাশাসক বলেন,‘স্বছতা হি সেবা’ প্ৰচারাভি্যানের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে এবং এটা শিবসাগর শহরকে স্বচ্ছ,পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত করতে সাহা্য্য করবে। জেলাশাসক শহর তথা জেলার মানুষজনকে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন,এটা জেলা প্ৰশাসন ও জনগণের সমষ্টিগত দায়িত্ব আমাদের পরিবেশ পরিচ্ছন্ন ও ঝা চকচকে করে তোলার।

শহরের অন্যান্য যে সব স্থানে আরও ১৪টি প্লাস্টিক ব্যাংক স্থাপন করা হয়েছে সেই সমস্ত এলাকা হচ্ছে লক্ষ্মী সিনেমা হলের উল্টো দিকে সেন্ট্ৰাল মার্কেট,দামিনী মেডিক্যাল স্টোরের বিপরীতে থাকা টেম্পল রোড,পুরনো সিভিল হাসপাতাল,জেলাশাসকের কার্যালয় চত্বর,শিবসাগরের ইতিহাস প্ৰসিদ্ধ শিবদৌল এলাকা,স্টেশন চারালি মার্কেট,এএসটিসি বাস স্টেশন,নিবেদন-এর উল্টো দিকে জেপি আগরওয়ালা পথ,এলআইসিআই বিল্ডিঙের বিপরীতে বাবুপট্টি,হসপিটাল রোড,রসরাজ হোটেলের বিপরীত দিকে থাকা জিএনজি পথ,ইন্ডিয়া ফেমিলি মার্কেটের বিপরীতে এটি রোড,এমআই বরা রোডে এসপি অফিসের কাছে জেঙলিকাটিয়া,শিবসাগর নাট্য মন্দিরের বিপরীত দিকে ওএনজিসি মার্কেট অ্যান্ড বোর্ডিঙের কাছে বিজি রোডে।

স্বচ্ছ ও প্লাস্টিক মুক্ত ভারত গড়তে সারা দেশেই বর্তমানে অভি্যান চলছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি স্বয়ং সম্প্ৰতি তাঁর দক্ষিণ ভারত সফরকালে সমুদ্ৰ তট থেকে বর্জ্য প্লাস্টিক কুড়িয়ে দেশবাসীর সামনে এক নজির তুলে ধরেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | State Finance Minister Himanta Biswa Sarma dances on the beats of ‘Jhumur’ in Rangapara