Begin typing your search above and press return to search.

জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি জোটানোর অভিযোগ এসিএস অফিসারের বিরুদ্ধে

জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি জোটানোর অভিযোগ এসিএস অফিসারের বিরুদ্ধে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Oct 2019 1:11 PM GMT

গুয়াহাটিঃ ওয়েব পোর্টালে প্ৰকাশিত এক রিপোর্টে বলা হয়েছে,অসম সিভিল সার্ভিস(এসিএস)আধিকারিক বর্ণালি তামুলি জাল কাস্ট সার্টিফিকেট উপস্থাপন করে তাঁর চাকরি জুটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসিএস ও এপিএস কেলেংকারি নিয়ে গোটা রাজ্য তোলপাড় হওয়ার পর এই ঘটনাও বেশ নাড়া দিয়েছে।

প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী অসম বিধানসভার তফশিলি জাতি ও উপজাতি কল্যাণ কমিটি বুধবার তামুলির কাস্ট সার্টিফিকেট জাল বলে ঘোষণা করেছে। রিপোর্টে আরও প্ৰকাশ যে কমিটি তামুলির বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগকে বলেছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে তামুলি তফশিলি সম্প্ৰদায়ের একজন ব্যক্তিকে বিয়ে করেছেন,কিন্তু তাঁর বাবা তফশিলি সম্প্ৰদায়ের নন।

প্ৰচার মাধ্যমের রিপোর্টেও এই বিষয়টির প্ৰতি আলোকপাত করে অভিযোগ করা হয়েছে,তামুলি ব্যক্তিগত লাভের জন্য প্ৰকৃত বিষয়টি চেপে গেছেন এবং এপিএসসি ও প্ৰশাসনকে ভুল পথে পরিচালিত করেছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বকেয়া আদায়ের দাবিতে টোকলাই অবসরপ্ৰাপ্ত কর্মী সংস্থার অবস্থান ধর্মঘট

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: E-Rickshaw drivers on strike in Biswanath

Next Story
সংবাদ শিরোনাম