ডিগবয়ঃ ডিগবয় থানার অন্তর্গত বগাপানি এলাকায় একটি কিশোরী ধর্ষণের জঘন্য ঘটনার তিন দিন কাটতে না কাটতেই একটি ডাকাটির ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় অঞ্চলটিতে। শনিবার সন্ধ্যায় ডাকাতের একটি দল ওই অঞ্চলের নিরুপমা তেল ডিপোতে হানা দিয়ে ডিপোর কর্মীদের হেফাজত থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ সূত্ৰের মতে,ছয় জনের একটি অজ্ঞাত ডাকাত দল বাইকে চেপে ওই ডিপোতে আসে। তাদের হাতে অস্ত্ৰশস্ত্ৰও ছিল। ডিপোর কর্মী অজিত কুমার এবং মালিক উৎপল বর শইকিয়ার হেফাজত থেকে ডাকাতরা ১.৫০ লক্ষ টাকা লুট করে নিয়ে ্যায়। ‘ডাকাতরা ক্যাশ বক্স ভেঙে পুরো টাকা হাতিয়ে নেয়। আমরা ডাকাতদের রোখার সাহস দেখা পারেনি। কারণ ওরা সংখ্যা আমাদের চেয়ে বেশি ছিল’-বলেন ফার্মের লাইসেন্সধারী সাদন কুমার দাস। উৎপল বরশইকিয়ার সঙ্গে পার্টনারশিপে এই ব্যবসা করেছেন তিনি।
৩৮নং রাষ্ট্ৰীয় সড়কের অয়েল ভ্যালি স্কুলের কাছেই রয়েছে এই তেল ডিপোটি। সন্ধ্যার সময় পুরো পেট্ৰোল পাম্প এলাকায় আলো ঝলমলে ছিল। ডাকাতরা টাকা হাতিয়ে নিয়ে বাইকে চেপে মাকুম রোড ধরে পালিয়ে যায়। ‘ঘটনা সম্পর্কে আমরা কোনও টেলিফোন কলও পাইনি। সময় মতো ফোন কল পেলে আমরা ডাকাত দলের পিছু ধাওয়া করতে পারতাম’-বলেন একজন পুলিশ আধিকারিক। তিনি আরও বলেন,ডাকাতির ঘটনা ঘটে যাওয়ার ১৫ মিনিট পর পুলিশ ঘটনার খবর পেয়।
তবে পুলিশ ডাকাত দলটি ধরতে জাল বিছিয়েছে। তাছাড়া ঘটনার তদন্তও চলছে। এক্হনও পর্যন্ত কাউকে গ্ৰেপ্তার করা যায়নি-বলেন অফিসারটি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ঢাকায় অসমিয়া ছবির উৎসব হতে পারেঃ মনসুর
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Leopard caged at Hulunghabi Tea Estate in Digboi