ঢাকায় অসমিয়া ছবির উৎসব হতে পারেঃ মনসুর

ঢাকায় অসমিয়া ছবির উৎসব হতে পারেঃ মনসুর

গুয়াহাটিঃ বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাহ মহম্মদ তনবীর মনসুর তাঁর দেশে অসমিয়া ছবির একটি উৎসব আয়োজনের সুপারিশ করেছেন গুয়াহাটিতে। বুধবার সন্ধ্যায় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের(জিআইএফএফ)সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্ৰহণ করে মনসুর বলেন,অসমিয়া ছবির অনুরূপ উৎসব বাংলাদেশেও আয়োজন করা যেতে পারে। তিনি বলেন,এধরনের উৎসব আয়োজনে ভাষা কখনওই অন্তরায় হয়ে দাঁড়াবে না কারণ অসমিয়া ও বাংলা দুটো ভাষাই সীমান্তের দুই পারের মানুষের বোধগম্য।

চলতি বছর গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবে বাংলাদেশের দুটো ছবি তৌকির আহমেদের ‘ফাগুন হাওয়া’ এবং নুর ইমরান মিথাস-এর ‘কমলা রকেট’ প্ৰদর্শিত হয়েছে।

মনসুর সম্প্ৰতি অসমিয়া ছবি ‘কাঞ্চনজংঘা’,‘রত্নাকর’ এবং ‘বুলবুল কেন সিং’ দেখেছেন। তিনি বলেন,ঢাকায় অসমিয়া ছবির উৎসব আয়োজনের জন্য তিনি বাংলাদেশ ও অসম সরকারের কাছে আনুষ্ঠানিক প্ৰস্তাব রাখার চেষ্টা করবেন।

‘আমরা গুয়াহাটিতে একটা একক দেশীয় উৎসব আয়োজনের পরিকল্পনা করছি। এবিষয়ে আমি ইতিমধ্যেই বাংলাদেশের তথ্য ও প্ৰচার মন্ত্ৰীর সঙ্গে আলোচনা করেছি,ঢাকা যাতে এই অনুষ্ঠান আয়োজনে এগিয়ে আসে। আশা করা হচ্ছে ২০২০-র ফেব্ৰুয়ারি অথবা মে মাসে এই অনুষ্ঠান আয়োজন করা যাবে। এই অনুষ্ঠানে শুধু অসম ও বাংলাদেশের ছবি দেখানো হবে-বলেন মনসুর।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP in Margherita protest against drug abuse cases

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com