রাজ্যের খবর

১২৫ ডেসিবেলের মধ্যে আতশবাজি পোড়াতে সুপ্ৰিম কোর্টের অনুমতি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ আলোর উৎসব দীপাবলিতে সর্বোচ্চ ১২৫ ডেসিবেল শব্দের আতশবাজি পোড়ানোর সীমা নির্ধারণ করে দিয়েছে সুপ্ৰিম কোর্ট। এক নির্দেশে সুপ্ৰিম কোর্ট দীপাবলি উৎসবের সময় রাত ৮টা থেকে ১০টার মধ্যে আতশবাজি পোড়ানোর সময় বেঁধে দিয়েছে।

দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ড অসম(পিসিবি)আসন্ন দীপাবলি উৎসবে আতশবাজি ব্যবহারে শীর্ষ আদালতের নির্দেশিকা যথা্যথভাবে রূপায়ণ সুনিশ্চিত করতে রাজ্যের সমস্ত জেলা প্ৰশাসনকে বলে পাঠিয়েছে।

পিসিবি এক চিঠিতে আরও বলেছে,দীপাবলি উৎসবের দিনগুলোতে গুয়াহাটি,ডিব্ৰুগড়,নগাঁও,শিবসাগর,গোলাঘাট,তেজপুর,শিলচর এবং বঙাইগাঁও শহরের নির্দিষ্ট কিছু স্থানে পরিবেষ্টিত বাতাসের গুণমান এবং আতশবাজির শব্দের স্তর সম্পর্কে তদারকি করবে তাদের কর্মীরা।

কামরূপ মেট্ৰো জেলা প্ৰশাসন আতশবাজির মজুতকারী এবং খুচরো বিক্ৰেতারা অনুমোদিত স্তরের চেয়ে বেশি শব্দের বাজি মজুতকরণ এবং বিক্ৰি করছেন কিনা তা পরিদর্শনের জন্য টিম গঠন করেছে। কামরূপ মেট্ৰোর জেলাশাসক বিশ্বজিৎ পেগু গুয়াহাটিবাসীকে পরিচ্ছন্ন ও সবুজ দীপাবলি পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি আতশবাজির ক্ষতিকারক দিক সম্পর্কে ছাত্ৰ-ছাত্ৰীদের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টির জন্য স্কুল কর্তৃপক্ষগুলোকেও অনুরোধ করেছেন। উৎসবের সময় মদ এবং মাদক দ্ৰব্যের অবৈধ ব্যবহার প্ৰতিরোধে আবগারি বিভাগের দলও পথে নামবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Biswanath gets its first battery powered ‘E-bike or E-bicycle’