রাজ্যের খবর

সুতারকান্দির জমি কেলেংকারিতে করিমগঞ্জের প্ৰাক্তন জেলাশাসকে দুদিনের হেফাজতে পাঠাল সিজেএম কোর্ট

Sentinel Digital Desk

করিমগঞ্জঃ করিমগঞ্জের প্ৰাক্তন জেলাশাসক প্ৰদীপ কুমার তালুকদারকে আজ করিমগঞ্জ সিজেএম আদালতে হাজির করানো হয়। কোর্ট আরও দুদিন তালুকদারকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আগামি ২১ আগস্ট তাকে ফের সিজেএম আদালতে পেশ করা হবে। করিমগঞ্জের সুতারকান্দিতে কোটি টাকার জমি কেলেংকারি মামলায় প্ৰাক্তন ডেপুটি কমিশনারকে গ্ৰেপ্তার করা হয়।

করিমগঞ্জ জেলার সুতারকান্দিতে কোটি টাকার জমি কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ অনু্যায়ী আসাম সিভিল সার্ভিসের অফিসার তালুকদারকে তাঁর গুয়াহাটির বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়। বহু কোটি টাকার এই জমি কেলেংকারিতে তালুকদারকেই প্ৰধান অভি্যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। সুতারকান্দি জমি কেলেংকারি সংক্ৰান্তে করিমগঞ্জ পুলিশ থানায় ১২টি মামলা নথিভুক্ত রয়েছে।

করিমগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্ৰেট প্ৰশাসনিক নথিপত্ৰ জাল করার অভি্যোগে এর আগে গত ২৮ জুলাই জেলার প্ৰাক্তন সার্কল অফিসার হেমেন গোঁহাই বরুয়া এবং আরও দুজন কর্মী মিহির রঞ্জন মালাকার এবং প্ৰাণজিৎ নাথকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর সুতারকান্দি ল্যান্ড পোর্টে অভিবাসন চেক পোস্ট নির্মাণের জন্য বিশাল জমি ক্ৰয় করা হয়েছিল। অভি্যোগ অনু্যায়ী অভি্যুক্ত ব্যক্তিরা জাল নথিপত্ৰের মাধ্যমে বেশ কয়েক খণ্ড জমি ক্ৰয়ের নামে কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এই কেলেংকারিতে তালুকদারকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় চলতি বছরের ১৯ জুলাই। সাসপেন্ড করার আগে তালুকদার দিশপুরে কমিশনার অফ কো-অপারেশন পদে কার্য নির্বাহ করছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: World Photography Day celebrated in Tinsukia Press club