নয়াদিল্লিঃ ২০১৪ সাল থেকে উত্তর পূর্বাঞ্চলে নতুন লাইন বসানো সহ ৪১টি নতুন রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়েছে। ডোনার মন্ত্ৰী ড.জিতেন্দ্ৰ সিং বৃহস্পতিবার রাজ্যসভায় একথা জানান। তিনি বলেন,২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে ২৩১ কিলোমিটার দীর্ঘ নতুন লাইন বসানো হয়েছে।
সড়ক সম্পর্কিত ইস্যু নিয়ে তিনি বলেন,সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্ৰক ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সালে উত্তর পূর্বাঞ্চলে ৩,১৭৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। ওই একই সময়ে প্ৰধানমন্ত্ৰী গ্ৰাম সড়ক যোজনার(পিএমজিএসওয়াই])অধীনে ২২,৮৮২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। যেখানে ৯৮৭ কিলোমিটার পথ নির্মাণ করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন’-বলেন তিনি।
নর্থ ইস্ট রোড সেক্টর ডেভেলপমেন্ট স্কিম(এনইআরএসডিএস)এবং নর্থইস্ট রোড সেক্টর ডেভেলপমেন্ট স্কিম(এনইআরএসডিএস-ইএপি)-এর অধীনে ডোনার মন্ত্ৰক পাঁচটি প্ৰকল্প হাতে নিয়ে ১৮৭.১৩ কিলোমিটার পথ সম্পূর্ণ করেছে। ২০১৪-র ১ এপ্ৰিল থেকে এপর্যন্ত ৯৬টি সড়ক ও সেতু এনএলসিপিআর/এনইএসআইডিএস/স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজের অধীনে অসমের জন্য মঞ্জুর করেছিল ডোনার মন্ত্ৰক। এরমধ্যে ২,১৭৪.৭০ কোটি টাকার ব্যয় সাপেক্ষে ৯০টি প্ৰকল্পের কাজ চলছে এবং ১৩৯.৯০ কোটি টাকার বাকি ছটি প্ৰকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। এদিকে,এনইসি ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সময়কালে ৩৩টি প্ৰকল্পের কাজ সম্পূর্ণ করেছে। আনুমানিক ১৭৬৮ কোটি টাকার ২০টি সড়ক প্ৰকল্পের অধীনে ১০৭৫ কিলোমিটার পথ নির্মাণের কাজ চলছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কোভিড-১৯-এর মোকাবিলায় ২২ মার্চ জনতা কার্ফুর ডাক প্ৰধানমন্ত্ৰীর
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Prices of Protective Masks and Hand Sanitizers are Increasing rapidly due to fear of Coronavirus.