সংবাদ শিরোনাম

গোলাঘাটে শুরু হলো শ্ৰীমন্ত শংকরদেব সংঘের ৮৯তম বার্ষিক অধিবেশন

Sentinel Digital Desk

গোলাঘাটঃ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সামাজিক-সাংস্কৃতিক সাহিত্য ও ধর্মীয় সংস্থা শ্ৰীমন্ত শংকরদেব সংঘের ৮৯তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। গোলাঘাট জেলার বোকাখাত মহকুমার ঐতিহ্যপূর্ণ স্থান কাজিরঙা সমন্বয় ক্ষেত্ৰের দিহিঙ্গিয়া মহুরা পথারে বুধবার শুরু হয়েছে সংঘের এই অধিবেশন। অধিবেশন ঘিরে কাজিরঙা সমন্বয় ক্ষেত্ৰ উৎসবের মেজাজে সেজে উঠেছে। চারদিন ব্যাপী এই সম্মেলনে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হবে,থাকছে অঙ্কিয়া ভাওনাও। ধর্মীয় ও সাংস্কৃতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। উদ্যোক্তারা আশা করছেন,চারদিনের এই কর্মসূচিতে ৩০ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হতে পারে। সংঘের প্ৰতিটি ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি অভ্যর্থনা সমিতি এবং অন্যান্য উপ কমিটিগুলি নিরলসভাবে কাজ করে চলেছে। মোট ১,৭১৮ বিঘা জমি জুড়ে গড়ে তোলা হয়েছে ২১৫টি আশ্ৰয় শিবির। ভক্তদের আহারের জন্য স্থাপন করা হয়েছে বিশাল ভোজনাগার। এই ভোজনশালায় ১০ হাজার মানুষ একসঙ্গে বসে আহার গ্ৰহণ করতে পারবেন।

অধিবেশনের প্ৰথম দিন বিভিন্ন শিবির,প্ৰধান তোরণ,নামঘর ইত্যাদি উদ্বোধন করা হয়। এছাড়া গ্ৰন্থ উন্মোচন পর্বও অনুষ্ঠিত হয় এদিন। এরপর আয়োজন করা হয় অন্যান্য অনুষ্ঠানের।

অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার জেলা কমিটিগুলির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্ৰতিনিধি সভা। রাতে আয়োজন করা হবে সাংস্কৃতিক আনুষ্ঠান।

তৃতীয় দিনের কর্মসূচিতে রয়েছে ভগবৎ ব্ৰাহ্মণ এবং সাংস্কৃতিক শোভাযাত্ৰা বের করা হবে সকাল ১০টায়। বেলা ১১টা থেকে প্ৰধান মঞ্চে বসবে প্ৰকাশ্য সভা। এই সভায় পৌরোহিত্য করবেন শ্ৰীমন্ত শংকরদেব সংঘের পদাধিকার কমলাকান্ত গগৈ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Woman set on fire by in-laws in Katigara under Cachar, Rescued after one month