সংবাদ শিরোনাম

এনআরসি নবায়নের বিরোধীদের সতর্ক করল আসু ও সাহিত্যি সভা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং স্থানীয় অসম সাহিত্য সভা এক যৌথ বৈঠকে চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশ নিয়ে কোনও ধরনের বিভ্ৰান্তি সৃষ্টির প্ৰয়াসের বিরুদ্ধে ন্যস্ত স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোকে সতর্ক করে দিয়েছে। এনআরসি প্ৰকাশের লগ্নে অবৈধ মুসলিম ও হিন্দু বাংলাদেশিদের রক্ষণাবেক্ষণ দিতে যে সব শক্তি ষড়যন্ত্ৰ করার চেষ্টা করছে তাদের সতর্ক করে দিয়েছে উভয় সংগঠন।

যৌথ বৈঠকটি অনুষ্ঠিত হয় গত সোমবার। বৈঠকে সুপ্ৰিম কোর্টের প্ৰতিও পূর্ণ আস্থা ব্যক্ত করা হয়েছে। কারণ,সুপ্ৰিম কোর্টের সম্পূর্ণ তত্ত্বাবধানে রাজ্যে এনআরসি নবায়নের কাজ সম্পন্ন করা হচ্ছে।

উভয় সংগঠন বলেছে,এনআরসির নামে নোংরা রাজনীতি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যদি কোনও ভূমিপুত্ৰ লোকের নাম চূড়ান্ত এনআরসিতে ঠাঁই না পায় তাহলে আসু এবং সাহিত্য সভা সংশ্লিষ্ট ব্যক্তিকে সাহায্য করবে। অসন চুক্তির ৬নং দফার পূর্ণ রূপায়ণ এবং স্থানীয় ভূমিপুত্ৰদের সাংবিধানিক রক্ষা কবচের বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্ৰের ওপর চাপ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Two person arrested by Nagaon Police for allegedly running drug racket