সংবাদ শিরোনাম

সিএএ নিয়ে আজ শুনানি,সুপ্ৰিম কোর্টের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছেঃ আসু

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধিত আইনের(সিএএ)২০১৯-এর বিরুদ্ধে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)যে পিটিশন দাখিল করেছে,সুপ্ৰিম কোর্টের দুজন বরিষ্ঠ আইনজীবী আসুর ওই প্ৰস্তাবের পক্ষে সওয়াল করবেন। আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ বর্তমানে নতুন দিল্লিতে রয়েছেন। নাথ দ্য সেন্টিনেলকে বলেছেন ‘সিএএ-২০১৯-এর বিরুদ্ধে আমাদের আইনি লড়াই বুধবার থেকে শুরু হচ্ছে। সুপ্ৰিম কোর্টের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা আশা করছি সুপ্ৰিম কোর্ট অসমের মানুষের স্বার্থে ন্যায় বিচার করবে’।

‘আমরা আরও আশা করছি সুপ্ৰিম কোর্ট এই ইস্যুটিকে সর্বভারতীয় আধারে না দেখে উত্তর পূর্বাঞ্চলের বিষয়টিকে পৃথকভাবে পর্যবেক্ষণ করবে। বিভিন্ন ধর্মের মানুষ সহ বিদেশির বোঝা অসম ইতিমধ্যেই কাঁধে নিয়েছে-বিশেষ করে যারা ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যে রাজ্যে এসেছে। এখন সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ)২০১৯-এর বয়ান অনু্যায়ী অতিরিক্ত বিদেশির বোঝা অসম আর নিতে পারবে না’।

আসু নেতা নাথ আরও উল্লেখ করেন,দুটো প্ৰধান ইস্যু নিয়ে আমরা প্ৰস্তাব রেখেছি। প্ৰথমত,আমরা চাই নতুন নাগরিকত্ব আইন বলবতের ক্ষেত্ৰে স্থগিতাদেশ জারি করা হোক। বিশেষ করে সরকার সিএএ রূপায়ণ করলে প্ৰবাসীরা ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয়ত,‘আসু চায় এই আইনটি পুরোপুরি বাতিল করা হোক’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP & 30 other organizations launched 'Gana Satyagraha Programme' against CAA in Biswanath