গুয়াহাটিঃ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্ৰে সোমবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এদিন গড়ে ভোটে পড়ে ৭৫.৬ শতাংশ। উপনির্বাচন শান্তিপূর্ণই ছিল এবং কোথাও কোনও অপ্ৰীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে চার বিধানসভা কেন্দ্ৰে উপনির্বাচন হয়েছে সেগুলি হলো রাতাবাড়ি,জনিয়া,রাঙাপাড়া ও সোনারি।
করিমগঞ্জ জেলার রাতাবাড়ি কেন্দ্ৰে এদিন ভোট পড়ে ৭৪.৩৭ শতাংশ। বরপেটা জেলার জনিয়া ও শোণিতপুর জেলার রাঙাপাড়া কেন্দ্ৰে সর্বাধিক যথাক্ৰমে ৭৯.০৮ এবং ৭৭.৮ শতাংশ ভোট পড়ে। ওদিকে চরাইদেউ জেলার সোনারি কেন্দ্ৰে ভোট পড়ে ৭১.৩ শতাংশ। প্ৰতিটি কেন্দ্ৰে নির্বাচনের সময় আবহাওয়া অনুকূলই ছিল।
আগামি ২৪ অক্টোবর কেন্দ্ৰগুলির ভোট গণনা হবে এবং ওই একই দিনে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। জনিয়া কেন্দ্ৰে বিজেপি,কংগ্ৰেস ও এআইইউডিএফ প্ৰার্থীর মধ্যে ত্ৰিমুখী লড়াই হয়েছে। তবে রাতাবাড়ি,রাঙাপাড়া ও সোনারি কেন্দ্ৰে সরাসরি লড়াই হয়েছে বিজেপি ও কংগ্ৰেসের মধ্যে। সোনারিতে প্ৰতিদ্বন্দ্বী প্ৰার্থী রয়েছেন মাত্ৰ দুজন। একজন বিজেপির ও অন্যজন কংগ্ৰেসের। কিন্তু জনিয়ায় রয়েছেন নয় জন প্ৰার্থী। এছাড়া রাঙাপাড়ায় ৫ ও রাতাবাড়ি কেন্দ্ৰে ৪ জন প্ৰার্থীর মধ্যে লড়াই হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নতুন ভূমিনীতি ও ২৫ শতাংশ বাস ভাড়া বৃদ্ধিতে অনুমোদন রাজ্য মন্ত্ৰিসভার
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 9th central Martyrs Day (ABMSU) observed in Kokrajhar