নতুন ভূমিনীতি ও ২৫ শতাংশ বাস ভাড়া বৃদ্ধিতে অনুমোদন রাজ্য মন্ত্ৰিসভার

নতুন ভূমিনীতি ও ২৫ শতাংশ বাস ভাড়া বৃদ্ধিতে অনুমোদন রাজ্য মন্ত্ৰিসভার

গুয়াহাটিঃ ৩০ বছরের পুরনো ভূমি নীতির জায়গায় রাজ্য মন্ত্ৰিসভা ‘নতুন ভূমিনীতি’ অনুমোদন করেছে। পুরনো ভূমিনীতি চালু করা হয়েছিল সেই ১৯৮৯ সালে। নতুন ভূমিনীতির অধীনে রাজ্যের ভূমি হীন কৃষকদের তিন বিঘা করে জমি দেওয়া হবে। রাজ্য মন্ত্ৰিসভা সোমবার সন্ধ্যায় এক বৈঠকে মিলিত হয়ে ঝুলে থাকা বেশকিছু সিদ্ধান্তের প্ৰতি অনুমোদন জানায়।

রাজ্য মন্ত্ৰিসভা এদিন ২৫ শতাংশ হারে বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। অনুমোদন জানানো হয়েছে নতুন রপ্তানি এবং যুক্তিবাদী নীতির প্ৰতিও। দুটোর বেশি সন্তান থাকা কোনও ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়ার বিষয়টিতে ছাড় না দেওয়ার বিষয়টিও অনুমোদন করা হয়েছে। এই ব্যবস্থা প্ৰযোজ্য হচ্ছে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে। পূর্ত বিভাগ(পিডব্লিউডি)পুনর্গঠনের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্ৰিসভা এবং এই উদ্দেশ্যে সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ারের পাঁচটি পদ সৃষ্টি করা হবে। পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগে ১২৪৪টি নতুন পদ সৃষ্টির বিষয়েও অনুমোদন জানিয়েছে মন্ত্ৰিসভা। কনটিনজেন্সি ফান্ড বর্তমানের ১০০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। এ রাজ্যের প্ৰত্যেক বৃদ্ধ মহিলাকে মাসিক ৩০০ টাকা করে পেনশন দেওয়া হবে ইন্দিরা মিরি বিধবা পেনশন স্কিমের অধীনে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man-Elephant conflict continues in West Karbi Anglong

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com