গুয়াহাটিঃ সমস্ত আশঙ্কা ও জল্পনাকে একপাশে ঠেলে রেখে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ রবিবার এখানে বলেছেন,সরকার সংবিধানের ৩৭১ ধারাকে স্পর্শই করবে না। ওই ধারায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে। রবিবার অসম প্ৰশাসনিক স্টাফ কলেজে উত্তর পূর্ব পরিষদের প্লেনারি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী। শাহ বলেন,সংবিধানের ৩৭০ ধারার প্ৰকৃতি সম্পূর্ণ সাময়িক,কিন্তু ৩৭১ ধারায় উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তিনি বলেন,দুটোর মধ্যে ফারাক রয়েছে বিস্তর।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর কেন্দ্ৰ সংবিধানের ৩৭১ ধারা রদ করবে বলে উত্তর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে ভুল খবর ও বিভ্ৰান্তি ছড়ানো হয়েছে। ‘আমি সংসদেও স্পষ্টীকরণ দিয়েছি ৩৭১ ধারা কখনই রদ করা হচ্ছে না। আমি আজ উত্তর পূর্বের আটজন মুখ্যমন্ত্ৰীর উপস্থিতিতে আবারও বলেছি,প্ৰধানমন্ত্ৰী এবং বিজেপি সরকারের সংবিধানের ৩৭১ ধারার প্ৰতি শ্ৰদ্ধা রয়েছে এবং এই অনুচ্ছেদ কখনোই পাল্টানো হবে না’-বলেন শাহ। জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা দেওয়া ৩৭০ ধারা গত ৫ আগস্ট তুলে নেওয়ার পরপরই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে ৩৭১ ধারা তুলে নেওয়া হতে পারে বলে মানুষের মধ্যে ভীতি ও জল্পনার সৃষ্টি হয়েছিল। কিন্তু কেন্দ্ৰ আদৌ তা রদ করতে যাচ্ছে না-বলেন তিনি। এনইসির অধিবেশনে শাহ আরও বলেন,উত্তর পূর্বাঞ্চলে যারা অস্থির পরিস্থিতি ও গণ্ডগোল জিইয়ে রাখার পক্ষপাতি তারাই পরিস্থিতি উত্তপ্ত করতে ৩৭১ ধারা রদের সম্ভাবনা সম্পর্কে ভুল খবর ছড়াচ্ছে।
‘স্বরাষ্ট্ৰমন্ত্ৰী হিসেবে এটাই আমার প্ৰথম উত্তর পূর্বাঞ্চল সফর। তাই আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে বিজেপি ৩৭১ ধারা কোনও ভাবেই পাল্টাতে যাবে না’-বলেন তিনি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ একজনও অবৈধ প্ৰব্ৰজনকারীকে ভারতে থাকতে দেওয়া হবে না
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Amit Shah's Two Days Assam Visit: On Monday, Home Minister visits Kamakhya Temple