গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার নয়াদিল্লি উড়ে গেছেন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে আলোচনা করাই তাঁর এই সফরের উদ্দেশ্য। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯(ক্যাব)নিয়ে রাজ্যে নতুন করে আন্দোলন,নাগা শান্তি চুক্তির বিরূপ প্ৰভাব অসমে পড়ার সম্ভাবনা,নুমলিগড় রিফাইনারি লিমিটেডকে বেসরকারিকরণের প্ৰস্তাব এবং বৃহৎ নদী বাঁধ নির্মাণ ইত্যাদি বিষয় নিয়ে সোনোয়াল প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে আলোচনা করবেন বলে আঁচ করা হচ্ছে।
সরকারি কর্মসূচি অনু্যায়ী মুখ্যমন্ত্ৰী সোনোয়াল আজ(বুধবার)প্ৰধানমন্ত্ৰী মোদির সঙ্গে দেখা করবেন। ক্যাব,নুমলিগড় শোধনাগার বেসরকারিকরণের প্ৰস্তাব,বৃহৎ নদী বাঁধ ইত্যাদি ইস্যুতে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),অসম সাহিত্যসভা এবং বিরোধীরা মুখ্যমন্ত্ৰীকে সরাসরি হস্তক্ষেপ করার যে দাবি জানিয়েছে তার পরিপ্ৰেক্ষিতে সোনোয়ালের এই দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে রাজ্যের সর্বোচ্চ ছাত্ৰ সংগঠন আসু নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)বিরুদ্ধে ইতিমধ্যেই নতুন করে আন্দোলন শুরু করেছে। ছাত্ৰ সংগঠনের নেতারা ক্যাব প্ৰত্যাহারের জন্য সোনোয়ালকে বলিষ্ঠ পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।
অসমের সর্বোচ্চ সাহিত্য সংগঠন অসম সাহিত্য সভা এবং আসু এনআরএল বেসরকারিকরণে কেন্দ্ৰীয় সরকারকে বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্ৰীকে সরাসরি হস্তক্ষেপ করার অনুরোধ করেছে। ঐতিহাসিক অসম চুক্তি স্বাক্ষরের ফলশ্ৰুতিতেই নুমলিগড় শোধনাগার লিমিটেড(এনআরএল)প্ৰতিষ্ঠিত হয়েছিল।
অসম সাহিত্যসভা সোনোয়ালকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে নুমলিগড় শোধনাগার বেসরকারি হাতে তুলে দেওয়ার প্ৰস্তাবটি প্ৰত্যাহার করে নেওয়ার জন্য কেন্দ্ৰকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে অনুরোধ করেছে সোনোয়ালকে।
এদিকে,কেন্দ্ৰ ও এনএসসিএন(আইএম)-এর মধ্যে নাগা শান্তি চুক্তি স্বাক্ষর এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই শান্তি চুক্তিকে কেন্দ্ৰ করে অসমে অশান্তি ছড়ানোর সম্ভাবনা ও আঞ্চলিক সংহতি বিনষ্ট হওয়ার ব্যাপারে রাজ্যের মানুষ আশঙ্কা প্ৰকাশ করেছেন। নাগা শান্তি চুক্তি যাতে অসমের স্বার্থের পরিপন্থী না হয় সেব্যাপারে সোনোয়াল প্ৰধানমন্ত্ৰীর আশ্বাস চাইতে পারেন।
বৃহৎ নদীবাঁধ এবং আত্মসমর্পণকারী এনডিএফবি জঙ্গিদের পুনর্বাসন সংক্ৰান্ত ইস্যু নিয়েও সোনোয়াল প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ‘ঘোষিত বিদেশিদের জন্য স্থায়ী ডিটেনশন কেন্দ্ৰ ৩১ ডিসেম্বরের মধ্যে’
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Bharat Ratna Bhupen Hazarika’s statue inaugurated in Makum