সংবাদ শিরোনাম

এইচপিসি-র দুটো কাগজ কলের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে দিশপুর

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসমে থাকা হিন্দুন্তান কাগজ নিগমের(এইচপিসি)দুটি কল নিলাম করতে ন্যাশনাল কোম্পানি ল ট্ৰাইবুনাল(এনসিএলটি)গত ২৫ নভেম্বর যে নির্দেশ ইস্যু করেছে সে ব্যাপারে দিশপুর সরকারিভাবে কিছুই জানে না। অসমে এইচপিসি-র এই দুটি কাগজ কল রয়েছে নগাঁও ও কাছাড়ে। কল দুটো পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কোনও পক্ষ এগিয়ে না আসায় এনসিএলটি কল দুটোর যন্ত্ৰ সরঞ্জাম নিলামে তোলার নির্দেশ দেয় গত ২৫ নভেম্বর। নগাঁও ও কাছাড় কাগজ কলের মেশিন ও যন্ত্ৰ সরঞ্জাম নিলামের বিষয়টি নিয়ে গত কদিন থেকে বিভিন্ন সংবাদপত্ৰে খবর প্ৰকাশিত হতে দেখা গিয়েছে। অগপ-র প্ৰফুল্ল কুমার মহন্ত এবং এআইইউডিএফ-এর ইমদাদুল হক চৌধুরী শুক্ৰবার রাজ্য বিধানসভায় ইস্যুটি উত্থাপন করলে জবাবে বাণিজ্য মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেন,কল নিলাম সম্পর্কে সরকার সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। ‘জাগিরোড এবং পাঁচগ্ৰাম কাগজ কলের যন্ত্ৰ সরঞ্জাম নিলাম সম্পর্কে কেন্দ্ৰীয় সরকার বা এনসিএলটি কেউই আমাদের সরকারিভাবে কিছুই জানায়নি’। উল্লেখ্য,কাগজ কল দুটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং খোদ বাণিজ্যমন্ত্ৰী পাটোয়ারিও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্ৰে সেটা হয়ে ওঠেনি।

পাটোয়ারি এদিন সদনকে জানান,একটি বেসরকারি সংস্থা বিআরএস গ্ৰুপ এইচপিসি-র দুটো মিলই কেনার আগ্ৰহ দেখিয়েছিল। ‘এমনকি ট্ৰাইবুনাল বিআরএস গ্ৰুপকে তাদের সংশোধিত পরিকল্পনা ২৫ নভেম্বরের মধ্যে দাখিল করতে বলেছিল। কিন্তু না বিআরএস গ্ৰুপ না কেন্দ্ৰ কেউই তাদের সংশোধিত পরিকল্পনা এনএলসিটি-র কাছে দাখিল করেনি’-বলেন পাটোয়ারি।

ইমদাদুল হক চৌধুরী বলেন,‘মুখ্যমন্ত্ৰী এবং রাজ্যের উদ্যোগমন্ত্ৰী সময়ে সময়ে কাগজ কল দুটি পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই আশ্বাস এখন উবে যেতে বসেছে। কল দুটিতে প্ৰত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্ৰায় দুলক্ষ কর্মী দীর্ঘ কয়েক বছর ধরে বেতন না পেয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই এই দুটো কল নিলাম হলে কর্মীদের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও প্ৰশ্ন তোলেন তিনি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Alleged Corruption at Lumding Municipal Board, Congress staged protest